Top News

ইউনূসের বাংলাদেশে এবার বাড়ি থেকে তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে গেল জামায়াত সন্ত্রাসীরা

 


 মুহাম্মদ ইউনূসের জমানায় জঙ্গি ও মৌলবাদীদের দাপট ক্রমশই বেড়ে চলেছে। এবার দিনেদুপুরেই রাজশাহীর বাড়ি থেকে এক তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে গেল জামায়াত ইসলামীরা সন্ত্রাসীরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ওই তরুণী চিকি‍ৎসকের কোনও খোঁজ মেলেনি।

আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কে ছিটিয়ে রয়েছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 'সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক আবু তাহের খুরশিদ বকুলের বাড়িতে হানা দেয় স্থানীয় জামায়াত সন্ত্রাসীরা। বাড়িতে ঢুকেই বকুলের মেয়ে শাকিরা তাসনিম দোলার শ্লীলতাহানির চেষ্টা চালায়। চলতি বছরেই রাজশাহীর ইসলামি ব্যাঙ্ক মেডিকেল কলেজ থেকে ডেন্টালে বিডিএস ডিগ্রি অর্জন করছেন শাকিরা। মেয়ের সঙ্গে দুষ্কৃতীদের অভবব্য আচরক্ষণ দেখে বাধা দিতে এগিয়ে আসেন আবু তাহেরের স্ত্রী। তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। মাথা দেওয়ালে ঠুকে দেয়। তার পরে অস্ত্রের মুখে শাকিরা ও তার বাবা আবু তাহেরকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে দুজনকেই একটি মাইক্রোবাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মাঝ পথে সলঙ্গায় আবু তাহেরকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা রাস্তা থেকে তাহেরকে উদ্ধার করে সলঙ্গা থানায় পৌঁছে দেন।

রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানিয়েছেন, পারিবারিক বিবাদের কারণেই তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শাকিরাকে অপহরণ করেছে তানভির খান রাজ রওশান আলম নামে এক যুবক। যার সঙ্গে অপহৃতা তরুণী চিকি‍ৎসকের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। যদিও অপহৃতা তরুণী চিকি‍ৎসকের বাবা আবু তাহের তা মানতে চাননি। তার অভিযোগ, 'ব্যর্থতা আড়াল করতে চন্দ্রিমা থানার ওসি গল্প ফাঁদছেন।' বাড়িতে ঢুকে এক তরুণি চিকি‍ৎসককে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Post a Comment

নবীনতর পূর্বতন