![]() |
ট্রাভিস হেড |
২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল , ২০২৩ ৫০ ওভার বিশ্বকাপ ফাইনাল , ২০২৪ এডিলেড গোলাপি বলের টেস্ট কিংবা ২০২৪ সালের ব্রিসবেন টেস্ট | প্রত্যেকটা ম্যাচেই ট্রাভিস হেড হয়ে উঠেছে ভারতের "কলঙ্ক"| আর সব কটা ম্যাচেই ভারতের কপালে হার ছাড়া আর কিছু জোটেনি |
এই সিরিজের প্রথম টেস্টে ট্রাভিস হেড (৮৯) একটি দুর্ধষ্য পারি খেলে অস্ট্রেলিয়া কে জেতানোর চেষ্টা করেছিলেন | কিন্তু সেই ম্যাচএ ৫১২ রানের লক্ষ্য থাকায় অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারেনি |
এবার প্রশ্ন উঠছে কেন ভারতীয় বোলাররা হেডকে আউট করার কোনো সমাধান খুঁজে পাচ্ছে না | হেড আর কোনো দলের বিরুদ্ধে রান করতে পারছে না অথচ বারংবার ভারতের বিরুদ্ধে রান করে যাচ্ছে |
এডিলেড টেস্টে শেষ হয়ে গেছিলো আড়াই দিনে, ব্রিসবেন টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে | দ্বিতীয় দিনে কার্যত ব্যাকফুটে ভারত | ব্রিসবনেও কি হারতে চলেছে ভারত ? যদি টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালে নাও ওঠা হয়ে তাহলেও এই ব্যার্থতার জন্য কি গৌতম গম্ভীরের চাকরিটা যেতে চলেছে |
একটি মন্তব্য পোস্ট করুন