Top News

কলকাতা থেকে চালু নয়া আন্তর্জাতিক উড়ান, জানুন সূচি ও ভাড়ার বিশদ


কলকাতা থেকে এবার থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত উড়ান পরিষেবা চালাবে ইন্ডিগো। রোজ এই রুটে বিমান উড়বে। ২৭ ডিসেম্বর থেকে এই রুটে প্রথম উড়ান চালু হয়ে গিয়েছে। এই আবহে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিগোকে শুভেচ্ছা জানানো হয়েছে। এই নয়া রুটের সূচনা উপলক্ষে বিমানবন্দরে কেক কাটা হয় গতকাল। সেখানে কলকাতা-ফুকেট রুটে ইন্ডিগোর প্রথম উড়ানের ক্রু সদস্যরা ছিলেন। এই নতুন রুটের মাধ্যমে এখন ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো। এর মধ্যে ইন্ডিগোর ১১টি সাপ্তাহিক উড়ান কলকাতা থেকে ব্যাংকক যায়। আর কলকাতা-ফুকেট রুটে রোজ উড়বে ইন্ডিগোর বিমান। ইন্ডিগোর বক্তব্য, এই রুটটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করবে। 

সোমবার, মঙ্গল ও শুক্রবার, ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে সকাল ৬ টায় (আইএসটি) ছেড়ে যাবে এবং ফুকেট পৌঁছাবে সকাল ১০টা ৪০ মিনিটে (স্থানীয় সময়)। বুধ ও শনিবার ফ্লাইটটি কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় ছাড়বে এবং সকাল ১১টা ৩৫ মিনিটে ফুকেট পৌঁছাবে। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে ফুকেটে অবতরণ করবে সকাল ১১টা ৪০ মিনিটে। এদিকে ফিরতি ফ্লাইট 6E 1902 সোম ও মঙ্গলবার ফুকেট থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২০ মিনিটে কলকাতা পৌঁছাবে। বুধ ও শনিবার ফুকেট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ছাড়বে এবং কলকাতা পৌঁছবে দুপুর ২টো ২০ মিনিটে। শুক্রবার ফুকেট থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে উড়ানটি। এবং রবিবার ফুকেট থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে উড়ান ছাড়বে এবং কলকাতায় দুপুর ২টো ২০ মিনিটে তা অবতরণ করবে। ২৮ ডিসেম্বর সকালে ইন্ডিগোর ওয়েবসাইট অনুযায়ী, কলকাতা থেকে ফুকেটের উড়ানের ১ জানুয়ারি তারিখের উড়ানের ভাড়া ৮৩৯২। এদিকে ৩ এবং ৪ জানুয়ারি (শুক্র ও শনি) ভাড়া ১২ হাজার ৮৮৬ টাকা। রবিবার তা আবার কিছুটা কম (১০ হাজার ৬৬৫)। এদিকে ফিরতি রুটে ১ জানুয়ারি ভাড়া ৮৮২২ থাই ভাট, ৩ জানুয়ারি ভাড়া ১০ হাজার ৪২৭ থাই ভাট, ৪ তারিখ ভাড়া ৯৩২৭ থাই ভাট এবং ৫ জানুয়ারি ভাড়া ৭৮৫৪ থাই ভাট।

Post a Comment

নবীনতর পূর্বতন