Top News

পড়ুয়াদের জীবন নিয়ে আতঙ্ক? দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা রয়েছে, ইমেলে হুমকি আসতেই জোরদার তল্লাশি

 


সপ্তাহ শুরুর সকাল থেকেই দিল্লিকে (Delhi) আতঙ্ক ঘিরে ধরতে শুরু করেছে। সোম সকালে খবর মেলে, দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat)  ছড়িয়েছে। দিল্লিতে ৪০টির বেশি স্কুলে বোমা রয়েছে বলে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে ৪০টির বেশি স্কুলে বোমা রাখা রয়েছে বলে  ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ওই বোমা ডিটোনেট করলে স্কুল ভবনগুলির তেমন কোনও ক্ষতি হবে না। তবে ওই বোমার মাধ্যমে বহু মানুষ আহত হতে পারেন বলেও হুমকি দেওয়া হয় ইমেল প্রেরকের মাধ্যমে। এরপরই একটি নির্দিষ্ট পরিমাণ  অর্থের কথা উল্লেখ করা হয়। ইমেলে জানানো হয়, ওই ব্যক্তি  অর্থ না পেলে, সে বোমা ডিটোনেট করে দেবে। কে বা কারা দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখার হুমকি দেয়, সে বিষয়ে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। তবে রাজধানী শহরের ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে, এই খবর ছড়াতেই আতঙ্ক বাড়তে থাকে।

Post a Comment

নবীনতর পূর্বতন