Top News

দিঘার জগন্নাথ এখন কী অবস্থায় কবে হচ্ছে উদ্বোধন বিস্তারিত জানুন



আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। বুধবার দিঘায় গিয়ে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


২০১৯ সালে দিঘায় গিয়ে ঘুরতে ঘুরতেই জগন্নাথ মন্দির তৈরির করার কথা ঘোষণা করেছিলেন মমতা। তার পরেই সিদ্ধান্ত হয়েছিল, পুরীর মন্দিরের আদলেই সৈকত শহরে গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির। উচ্চতাও পুরীর মন্দিরের সমান হবে।মন্দির নির্মাণের জন্য জায়গার সন্ধান নিজেই করেছিলেন মুখ্যমন্ত্রী। 

শেষমেশ ওল্ড দিঘা থেকে নিউ দিঘা যাওয়ার পথে দিঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা ২০ একর জায়গা মন্দির নির্মাণের জন্য বেছে নেওয়া হয়।

২০১৯ সালে মুখ্যমন্ত্রী মন্দির তৈরির ঘোষণা করলেও কোভিড পরিস্থিতির কারণে নির্মাণকাজ শুরু হতে দেরি হয়েছিল। মন্দির তৈরির সমস্ত খরচ করেছে রাজ্য সরকারই।সরকারি সূত্রে খবর, মন্দিরের ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। তার জন্য এখনও পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। বাকি কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে।


প্রশাসনিক সূত্রে খবর, পুরোহিতদের পরামর্শ মেনে ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনটিকে মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মন্দিরের দ্বারোদ্ঘাটনের প্রস্তুতি হিসাবে হোমযজ্ঞ শুরু হবে ২৯ এপ্রিল থেকে। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রীর

জগন্নাথ, বলরাম, শুভদ্রার মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে। এখন নিমকাঠের মূর্তিগুলি তৈরি হচ্ছে। এই নিমকাঠের মূর্তি সামনে রেখেই পুজো হবে।

এখানেও পুরীর মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে। এ জন্য পুরী থেকে বংশানুক্রমে ধ্বজাবহন করে আসা পরিবারগুলি থেকে তিন-চার জনকে আনায় উদ্যোগী হয়েছে রাজ্য।


দিঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতো খাজা, কালীঘাটের মতো প্যাঁড়া, গুজিয়া-সহ পুজোর নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা থাকবে। এই ব্যবসায় স্থানীয় সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেই সূত্রের খবর।

মন্দিরের পাশাপাশি সমুদ্রপারে ঘাট তৈরি হবে। রথ রাখার জায়গাও আলাদা করে তৈরি করে দেবে হিডকো 

Post a Comment

নবীনতর পূর্বতন