Top News

সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার, জঙ্গিদের হাতে দামাস্কাসের দখল যেতেই জরুরি বৈঠক রাষ্ট্রসংঘের

 


দামাস্কাস দখল করেছে বিদ্রোহীরা। সিরিয়া (Syria) ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার। সিরিয়ার প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে মস্কোর তরফে। সূত্রের তরফে এমন খবর মিলতে শুরু করেছে। যা প্রকাশ্যে আসতেই সিরিয়ায় বিদ্রোহীরা উৎফুল্ল হয়ে ওঠে। অন্যদিকে মানবিকতার স্বার্থেই বাশারকে রাজনৈতিক আশ্রয় রাশিয়া দিয়েছে। এমনই জানানো হয় ক্রেমলিনের তরফে। তবে সিরিয়ার পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, সে বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয় রাষ্ট্রসংঘের তরফে। সোমবারই রাষ্ট্রসংঘের (UN) তরফে ওই জরুরি বৈঠকে বসা হবে বলে জানা যাচ্ছে। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সোমবারই রাষ্ট্রসংঘের তরফে সিরিয়া নিয়ে অত্যন্ত গোপণে ওই জরুরি বৈঠক বসবে।

Post a Comment

নবীনতর পূর্বতন