Top News

এক্সক্লুসিভ : বাংলাদেশে জা হচ্ছে সেটা নিয়ে কিছু বাঙালি হিন্দুদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে ।

 

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সহিংসতা অব্যাহত থাকায় এবং বাংলাদেশি হিন্দুদের ওপর হামলাও অব্যাহত রয়েছে। হিংসাত্মক লক্ষ্যবস্তু হিসেবে হিন্দুদের উপর মূলত লুটপাট করে তাদের মিথ্যা মামলা দিয়ে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা, হিন্দুদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলা।
আমরা মেয়েসহ কয়েকজনের সাক্ষাৎকার নিতে শুরু করলাম। যা ঘটছে তা আমরা প্রকাশ করতে শুরু করেছি | 

বাংলাদেশে চলমান হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে আমি বাংলাদেশের বাঙ্গালী হিন্দু মেয়ের সাথে কথা বলেছি ।

তিনি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যা বললো ।

সে বললো " বলতে গেলে আমরা সনাতনী রা কেউ ভালো নেই বাংলাদেশে। টিভি মিডিয়া কোন সংবাদ প্রচার করতেছে না সংখ্যালঘু নির্যাতন নিয়ে কারণ ওদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে। এমনও হইছে যে একটা দু একটা সংবাদ মাধ্যমে যখন সংখ্যালঘু নিয়ে নিউজ করা হয়েছে তখনই সাথে সাথে ওই দুইটা মিডিয়াকে ব্যান করে দেওয়া জন্য উঠে পড়ে লাগছে। ঠিক যেমনটা বিভিন্ন ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে ঠিক তেমনটা ওই ভিডিওগুলোকে অসম্মান করা হয়েছে।। কিন্তু এখন তারা আর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নেপিডনের কোন নিউজ করতে চায়না। বাংলাদেশের সবগুলা টিভি মিডিয়া কে তারা অলরেডি দখলে নিয়ে নিয়েছে। তারা চায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে চাপা পড়ে থাকুক। কেউ না দেখুক এ বাংলাদেশের সনাতনদের উপরে কি হচ্ছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সুনামগঞ্জে আগুন জ্বলতেছে হিন্দুদের বাড়িঘর লুটপাট হচ্ছে দোকান ভেঙ্গে দোকান লুট করা হচ্ছে কিন্তু কোন সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত এগুলা তুলে ধরা হয়নি। ৫ এ আগস্টের পর থেকে বাংলাদেশের প্রায় সনাতনী দের উপর কী পরিমাণ হামলা, আগনি সংযোগ, দোকানপাট লুটপাট, মন্দির ভাঙচুর হয়েছে সেটা একমাত্র সনাতনীরা ছাড়া কেউ বলতে পারবে না কারণ এদেশের মিডিয়াতে তারা গলা চেপে ধরেছে যেন সনাতনদের কোন কিছু বহিঃ বিশ্বে প্রকাশ না পায়। বাংলাদেশের ইসলামিক পার্টি হেফাজত জামায়েত বিএনপি এসব জঙ্গি সন্ত্রাসমূলক সংগঠন দিনের পর দিন হিন্দুদেরকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রশাসন তথা সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা সংখ্যায় বেশি আর আমরা সনাতনের খুবই নগণ্য মাত্র। দিন দুপুরে রাস্তায় বের হওয়া যায় না মেরে ফেলার হুমকি দেয় জবাই করার জন্য বলা হয়।
সনাতনীদের জাগরণ জুটের মুখপাত্র  শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওনাকে বিনা নোটিশে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের বর্তমান  সরকার তথা প্রশাসন চাইনা সনাতনীরা তাদের  ন্যায্য  দাবি তথা অধিকার  এর জন্য শান্তিপূর্ণ সমাবেশ করুক। সেজন্য সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উনার আরো ৪-৫ জন ব্রহ্মচারীকে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় গ্রেপ্তার করেছে। 
গত ৩ তারিখ  প্রভূ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হইতে দেয় নাই প্রভুর পক্ষে যেসব আইনজীবী ছিল তাদেরকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। চট্টগ্রাম কোর্টে তাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে গণধোলাই দিয়ে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। বারবার বলা হচ্ছে যদি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর পক্ষে কোন আইনজীবী দাঁড়ায় তাহলে তাকে ওই দিনে গণধোলাই দিয়ে মেরে ফেলা হবে ।

হিন্দুদের উপরে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার ছেলেদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ফেসবুকে মিথ্যা অ্যাকাউন্ট খুলে নবী মাননার স্ট্যাটাস দিয়ে হিন্দুদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এইসব বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে গ্রামে প্রচুর পরিমাণ লুটপাট হয়রানি গণধোলাই শিকার হচ্ছে অনেকে। তাছাড়া মধ্যরাতে মা বোনদের দ্বারে দ্বারে মান সম্মান হানি করতেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য প্রশাসন নেই। প্রশাসন এখন সরকারের হাতে জিম্মি প্রশাসন এখন বাংলাদেশ ইসলামিক পার্টি হেফাজত ইসলাম জামায়েত ইসলাম এর হাতেনা ।

হিন্দুদেরকে রাস্তা ঘাড়ে অসম্মান করা হচ্ছে কারো হাতে লাল সুতা দেখলে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাছাড়া ইসকনের সদস্যকে দেখলে মাথার চুল কেটে দেওয়া হচ্ছে। এবং তাদেরকে মারধর করা হচ্ছে। কথায় কথায় স্লোগান দিচ্ছে একটা একটা ইসকন ধইরা ধইরা জবাই কর। এসব প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও সরকার ততা সরকারের প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।  এদিকে ভয় ভীতিতে হিন্দুরা কোথাও যেতে পারতেছে না ।

ওখানে মেয়েদের কি অবস্থা আর ওখানে কি নির্যাতন চলছে ?

মেয়েদের উপরে প্রচুর নির্যাতন চলতেছে অনেক জায়গায় ধরে ধরে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে কালেমা পড়ানো হচ্ছে। যৌন হয়রানি করা হচ্ছে এমনও শোনা যাচ্ছে অনেক মায়েদের শাখা ভেঙে ফেলা হচ্ছে সিদূর মুছে দেওয়া হচ্ছে।
২০ বছরের মধ্যে বাচ্চা মেয়েদের কে ধর্মান্তরিত করা করা হচ্ছে। গণহারে ধর্মান্তরিত করা হচ্ছে আর মনে করেন যাদের 30 বছর তার মধ্যে অনেকে আছে বিবাহিত ওদেরকে যৌন হয়রানি করা হচ্ছে


গতকাল রাতে মন্দির , বাড়ি বাঙচুর  হয়েছে অনেক জায়গা তে এটা সত্যি এবং   সুনামগঞ্জে ? 
তিনি বললেন এটা সত্যি আর এটাও যানাচ্ছে যে মিডিয়া কে থামানো হচ্ছে যাতে এগুলো না প্রচার বা দেখানো হয় ।


শুনলাম নাকি মেয়েদের বাজারে যাওয়া বারণ একটা ভিডিও ভাইরাল হয়েছে এটার ব্যাপারে কি বলবে ?

হ্যাঁ ভিডিওটা সত্যি শুনেছেন সত্যিই দেখেছেন। বলা হচ্ছে যে হিন্দু মেয়েরা দোকানে গেলে আপনাদেরকে জানাই বাজার দেওয়া না হয়। বোরকা পড়ে যেতে হবে পরদা করতে হবে।

তিনি আরো দাবি করছেন " গত কয়দিন আগে চট্টগ্রামের হাজারী লেনে ঘটে যাওয়া একটা ঘটনা কে কেন্দ্র করে প্রায় ২০০ জনের মতন হিন্দুদের এরেস্ট করা হয়েছে।  এরপরে চিনময় প্রভুর জামিন শুনানি কে কেন্দ্র করে মিথ্যা হত্যা মামলা দিয়ে প্রায় দুই হাজার জনের মতন হিন্দুদেরকে এরেস্ট করা হয়েছে। "

সবকিছু মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের সনাতনদের উপর খুব নির্মম ভাবে অত্যাচার চালানো হচ্ছে। প্রতিদিন ৫ এ আগস্টের পর থেকে এমন একটা দিন যায় নাই সনাতনীদের  উপরে নির্যাতন হচ্ছে না। অনেক জায়গায় ছোট ছোট অথবা মধ্যম বয়সে হিন্দু ছেলে মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে। এবং কিছুদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে।

দ্বিতীয় সাক্ষাৎকার ।

এত যে মন্দির ভাঙছে  ঐ দিক দিয়ে মিডিয়া তো কিছু দেখাচ্ছেনা ।
ওরা বলছে সব মিথ্যে । এটা নিয়ে তোমার কি মত ?

হিন্দুরা এখন প্রতিনিয়ত অত্যাচারিত। গত ষোলটি বছরে বাংলাদেশের মতো অশিক্ষিত দেশে যেটুকু অত্যাচার হয়েছে সেগুলো অনেক কৌশলে করেছে, এখন করছে ডিরেক্ট। তাই শুধু মন্দির কেনো সবখানেই তারা হিন্দু পরিচয় দিতে পারছে না।

এত যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে প্রশাসণ আর পুলিশ কি করছে ?

বাংলাদেশের প্রশাসনে, শিক্ষায় বেছে বেছে উচ্চপদস্থ হিন্দুদের অত্যাচার করে সরানে হয়েছে, ওরা কেউ ভালো নেই।নিম্নপদস্থরা অত্যাচারের আশংকায় আছে

ইসকনের উপর আক্রমণ তো প্রতিনিয়ত, রামকৃষ্ণ মিশনেও করবে কিংবা ইতিমধ্যে করেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন