Top News

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার ইসকন, ভক্তদের একসঙ্গে প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান

 


অশান্ত বাংলাদেশের (Bangladesh Violence) পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের নিশানা করে তাঁদের উপর হামলা, ইসকনের সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার, ইসকন মন্দিরের একাধিক শাখায় ভাঙচুরের ঘটনা দিনের পর দিন পদ্মপারের দেশটিতে উত্তেজনা ছড়াচ্ছে। বাংলাদেশের ইসকনের (ISKCON) অফিসেও হামলা করা হয়েছে। লাগাতার চলতে থাকা এই অন্যায়ের বিরুদ্ধে এবার সোচ্চার হল ইসকন। বিশ্বের দেড়শোটি দেশে সাড়ে আটশোটির বেশি ইনকনের শাখা রয়েছে। রবিবার প্রতিটি কেন্দ্রেই প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে ভক্তদের মন্দিরে আহ্বান জানিয়েছে ইসকন। কলকাতাতেও ইসকনের শাখায় জড়ো হয়েছেন ভক্তরা। একসঙ্গে সকলে সামিল হলেন প্রার্থনায়।


Post a Comment

নবীনতর পূর্বতন