Top News

শিলিগুড়িতে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক মহম্মদ সাহিল

 


মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহম্মদ সাহিল নামে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ির মহিলা থানার পুলিশ । তার বাড়ি শিলিগুড়ির খালপাড়া এলাকায় ৷ শুধু ধর্ষণের চেষ্টাই নয়, মহিলাকে সে হুমকিও দিয়েছে বলে অভিযোগ । আজ সোমবার ধৃতকে আদালতে পাঠানো হয় । 

জানা গেছে,সম্প্রতি  ওই মহিলাদের সঙ্গে মহম্মদ সাহিলের পরিবারের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় । দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনাও ঘটে । এনিয়ে ওই মহিলা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন । মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল । কিন্তু মহিলা অভিযোগ তোলেননি । এরপর গত শুক্রবার(২০ ডিসেম্বর) মহম্মদ সাহিল ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । ঘটনার কথা কাউকে বললে সে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় । 

কিন্তু পরের দিন শনিবার শিলিগুড়ির মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ আজ আদালতে তোলা হয় ।। 

Post a Comment

নবীনতর পূর্বতন