Top News

বছরের প্রথম দিনই বন্ধ সিকিমের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র


পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। এ বার নাথু লা যাওয়ার উপ নিষেধাজ্ঞা জারি।তুষারপাত, বরফাবৃত পাহাড়ি এলাকার টানে সিকিমে ভিড় বাড়ছে পর্যটকদের। বড়দিন এবং বর্ষবরণের মাঝের ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটক সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। কারও গন্তব্য গুরুদোংমার হ্রদ, তো কেউ কেউ যাচ্ছেন নাথু লা, বাবা মন্দির, ছাংঙ্গু। কিন্তু নতুন বছরে শুরুতেই পর্যটকদের জন্য দুঃসংবাদ। ১ জানুয়ারি পর্যটকদের জন্য বন্ধ থাকছে নাথু লা।সোমবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের। সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠানের কারণেই সাধারণ মানুষের জন্যই পর্যটকদের জন্য বন্ধ থাকবে নাথু লা। তবে নিষেধাজ্ঞা শুধু এক দিনের জন্যই। নাথু লা যাওয়ার অনুমতি না দেওয়া হলেও সিকিমের অন্যান্য গন্তব্যের ছাড়পত্র মিলবে।


Post a Comment

নবীনতর পূর্বতন