পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া,’বাংলাদেশে ঢাকার ইস্কনে নমহট্ট কেন্দ্রে জেহাদীরা ভয়াবহ আগুন লাগিয়ে দেয়।যার ফলে, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পবিত্র মূর্তি এবং মন্দিরের পবিত্র সামগ্রী ধ্বংস হয়েছে।হিন্দু মন্দিরের উপর এমন নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।’।
#Bangladesh 🇧🇩 | ঢাকা জেলার তুরাগ থানার অন্তর্গত ধউর গ্ৰামে ইসকন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রীশ্রী মহাভাগ্য লক্ষীনারায়ণ মন্দিরে আজ শনিবার ভোর রাত ২-৩ টার নাগাদ দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালায় । #BangladeshCrisis | #SaveBangladeshiHindus pic.twitter.com/n6an0u1F2p
— NewsTapবাংলা (@NewsTapBangla) December 7, 2024
একটি মন্তব্য পোস্ট করুন