![]() |
(বাঁ দিকে) অমিত শাহ ও রাহুল গান্ধী (ডান দিকে) |
সংবিধান নিয়ে বিতর্কে এ বার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্যসভায় রাহুলের নাম না করে তাঁর মন্তব্য, ‘‘ওঁর বয়স ৫৪ বছর হল। তবুও নিজেকে যুবক বলেন!’’
ফের একবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি খোঁচার সুর তুঙ্গে রেখে অমিত শাহ সরব হন। রাহুলকে উদ্দেশ্য করে তিনি বলেন,'৫৪ বছরের নেতা নিজেকে যুবক বলেন' আর দাবি করেন যে, সরকার সংবিধান বদলে দেবেন, এরপরই অমিত শাহ সুর চড়িয়ে বলছেন, উনি এটা বুঝছেন না যে, এমন বিধান অন্তর্নিহিত আছে।
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘আমাদের সংবিধান কখনই অপরিবর্তনীয় বলে বিবেচিত হয়নি। ৩৬৮ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে। একজন ৫৪ বছর বয়সী নেতা, যিনি নিজেকে 'যুব' (যুবক) বলে থাকেন, তিনি সংবিধান নিয়ে ঘুরে বেড়ান, দাবি করেন যে আমরা এটি পরিবর্তন করব। আমি বলতে চাই, সংবিধান সংশোধনের বিধান অন্তর্নিহিত।’তিনি উল্লেখ করেছেন যে কংগ্রেস সংবিধানে বিজেপির চেয়ে অনেক বেশি পরিবর্তন করেছে। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে অমিত শাহের প্রশ্ন,'কংগ্রেস ৫৫ বছর শাসন করেছে এবং সংবিধানে ৭৭টি পরিবর্তন করেছে। বিজেপি ১৬ বছর শাসন করেছে এবং ২২টি পরিবর্তন করেছে। কিন্তু ফলাফল কী হল? পরিবর্তন করার উদ্দেশ্য কী ছিল? এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নাকি ক্ষমতায় থাকার জন্য ছিল?'
কংগ্রেসের তরফে রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা। তাঁকে বহুবার বাহু জায়গায় প্রচারে হাতে সংবিধান নিয়ে দেখা গিয়েছে। তাঁর দলীয় সভায় বহুবার তিনি সংবিধান হাতে প্রচারে বক্তব্য রেখেছেন। অমিত শাহ বলেন, রাহুল গান্ধীকে যে সংবিধানের অনুলিপি নিয়ে দেখা যায়, সেটি ‘জাল’, ‘খালি’। অমিত শাহ বলেন,'গত ৭৫ বছরে কংগ্রেস সংবিধানের নামে প্রতারণা করেছে…।'
একটি মন্তব্য পোস্ট করুন