![]() |
রোহিত শর্মা |
রোহিত শর্মা কি ব্রিসবেন টেস্টে রান করতে পারবেন ? ভারত কি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ? বিরাট কোহলি কি ফের সেঞ্চুরি করতে পারবেন ? বুমরাহ আর কত রান আটকাবেন একপ্রান্ত থেকে বল করে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন ভারতীয় ক্রিকেটপ্রেমী দেড় কাছে |
শেষ দশ ইনিংস এ রোহিত শর্মার ব্যাট এ রান নেই | একটি মাত্র হাফ সেঞ্চুরি করেন তিনি নিউজিলান্ড এর বিরুদ্ধে বেঙ্গালুরু তে | পর পর চারটি টেস্টে অধিনায়ক হিসেবে হার | তার মধ্যে ঘরের মাঠে নিউজিলান্ড এর কাছে হোয়াটয়াশ | মাঝখানে অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্ট জয় পেয়েছে ভারত | যদিও সেটা বুমরাহ নেতৃত্বে |
বিরাট কোহলি পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ঠিকই কিন্তু তার আগে মঞ্চ টা যাইস্বইল এবং কে এল রাহুল মিলে তৈরি করে দিয়ে যায় | তারা দুজনে মিলে দুশো রান ওপেনিং জুটি গড়ে |
এডিলেড টেস্ট দেখা যায় ভারতের ব্যাটিং ব্যার্থতা | মাত্র 181 রান এ শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস | স্বভাবতই অস্ট্রেলিয়া সেই সুবিধা টি নেয় এবং তারা তাদের প্রথম ইনিংস এ তুলে 347| তার মূল কারিগর হয়ে দাঁড়ায় সেই ট্রাভিস হেড | যে কিনা ভারত কে 2023 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ , 2023 সালে বিশ্বকাপ এবং 2024 সালের এডেলাইড টেস্ট হারের কারিগর |
এবার প্রশ্ন উঠবে প্রথম টেস্টেও ভারত প্রথম ইনিংসএ মাত্র 150 রানএ অল আউট হয়ে গেছিলো | কিন্তু সেবার বুমরাহ ও সিরাজের দুর্ধষ বোলিং এটাকএ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 102 রান শেষ হয়ে যায় | কিন্তু রোজদিন তো আর বুমরাহ বাঁচাবে সেই চিন্তা করলে হবে না | ব্যাটসম্যান দেড় কিছু দায়িত্ব নিয়ে রান তুলতে হবে | যদি আমরা প্রথম ইনিংস এ কমপক্ষে 350 রান তুলতে পারি তাহলে ম্যাচ আমরা জিততে পারি | কিন্তু সম্যসাটা হচ্ছে কোনোবারই আমরা 200 রান পেরোতে পারবো না অথচ ভাববো বোলার রাই ম্যাচ বার করে আনবে তা তো হয়ে না |
পার্থ টেস্টে রোহিত শর্মা বাবা হওয়ার জন্য ছুটি নিয়েছিলেন | তার খেলা উচিত ছিল কি ছিল না সেসব অনেক পরের কথা | এখান থেকে একটা প্রশ্ন উঠতে পারে যে অভিমুন্য ঈশ্বরণ এবং কে এল রাহুল -- দুজনের নাম ওপেনার হিসেবে ঠিক করা হয়েছিল | যদিও কে এল রাহুল ওপেন করে সফল হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে ভালোই রান করেছেন | প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিমুন্য ঈশ্বরণ এর রেকর্ড কিন্তু তার থেকে অনেক ভালো ছিল | আকাশ দ্বীপ এর জায়গায় হর্ষিত রানা কে খেলানো হয়েছিল , কারণ দেখানো হয়েছিল পার্থ এর বাউন্সি উইকেটে হর্ষিত রানা ঠিকঠাক হবে | তার ঠিক আগের সিরিজ টায় অর্থাৎ নিউজিলান্ড এর বিরুদ্ধে আকাশ দ্বীপ এর রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো ছিল | তাহলে কি খেলোয়াড় দেড় সাথে দল গঠন সমিতির কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে |
একটা হিন্দি দৈনিক এ আবার লেখা হয়েছে যে নিউজিলান্ড এর সাথে টেস্ট চলাকালীন নাকি রোহিত শর্মা আর সামির ঝগড়া হয়েছে | সে যাই হোক না কেন , এডিলেড এর মাত্র আড়াই দিনের হার ভুলে এখন ব্রিসবেন টেস্ট জেতাই হবে আমাদের লক্ষ |
একটি মন্তব্য পোস্ট করুন