Top News

তৃণমূলের নেতারা সীমান্ত দিয়ে জঙ্গি, মৌলবাদীদের ঢোকাচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে : ভুয়ো ভোটার নিয়ে পালটা মমতাকেই দুষলেন শুভেন্দু

 


পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ভূয়ো নাম ঢোকানোর অভিযোগ দীর্ঘদিনের । শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিজেপির ১৬ লক্ষ ডবল এন্ট্রি নাম জমা দিয়েছে দিল্লিতে । এরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এসে পাল্টে পাল্টে ভোট দেয় । কারণ পশ্চিমবঙ্গের ৭ দফা বা ৮ দফায় ভোট হয় । এবং হাতের কালি মুহুর্তের মধ্যে কেমিক্যাল লাগিয়ে তুলে দেয়৷ জামা বদল করে ভোট দেয় ।’ ভোটার তালিকায় ভূয়ো নাম নিয়ে সোমবার নবান্নে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের গাফিলতিকে দায়ি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  । কিন্তু শুভেন্দু অধিকারীর পালটা অভিযোগ, তৃণমূলের নেতারাই সীমান্ত দিয়ে  জঙ্গি, মৌলবাদীদের ঢোকাচ্ছে এবং ভোটার কার্ড করে দিচ্ছে ।’ 

সোমবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর পায়দাস আরিফ আক্তারের (রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার) মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে । এতদিন পশ্চিমবঙ্গে ভোটে যত লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরিফ আফতাব । আর স্থানীয় নির্বাচনে লুট করেছে রাজীব সিনহার নেতৃত্বে ৷ তাই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে !  একটা নন পলিটিক্যাল নির্বাচন, সিম্বল নেই পার্টি ব্যানারের লড়াই হয় না, সেই সমবায় নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে।’

সোমবাত নবান্নে সোমবার মন্ত্রী, সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ‘জল চুরি’ নিয়ে আলোচনার মাঝেই ভোটার তালিকায় নাম বাতিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মমতার অভিযোগ,’আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে ।  কাদের স্বার্থে এটা করেছেন বিএলও-রা ?’ উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধনের কাজের দায়িত্বে থাকেন এই বিএলও-রাই । মূলত অঙ্গনওয়াড়ির কর্মীদের উপরেই বিএলও-এর দায়িত্ব দেওয়া হয় । কিন্তু তারা কতটা স্বাধীনভাবে নিজের কাজ করতে পারেন সেনিয়ে প্রশ্ন ওঠে । কারন তাদের শাসকদলের চাপের মুখে পড়ে অনেক বেআইনি কাজ করতে বাধ্য হন বলে অভিযোগ। 

এদিকে রাজ্যে ভোটার তালিকায় ভূয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ি করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন,’প্রায় এক কোটির মতো রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়েছেন মমতা ব্যানার্জি । সবাই জানে ভারত-বাংলাদেশের যে ৪,০০০ কিলোমিটার সীমান্ত আছে তার মধ্যে ২,২০০ কিলোমিটার সীমান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের ৯টা জেলায় । এর মধ্যে ৯৩১ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না  ৷ তার জন্য মমতা ব্যানার্জি দায়ি  । ৯৩১ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই । অন্তত কুড়িটা চিঠি দেওয়া হয়েছে তাকে । কিন্তু ২২০০ কিমির মধ্যে ৯৩১ কিমি জমি দিচ্ছেন না মমতা ব্যানার্জি । যাতে ওই দিক দিয়ে রোহিঙ্গা মুসলমানরা আসে এবং বাংলা সহ গোটা ভারতের ডেমোগ্রাফি পরিবর্তন করে দিয়ে সর্বনাশটা করেন ।’ 

শুভেন্দু অধিকারীর অভিযোগ,’বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি, মৌলবাদীদের ঢোকাচ্ছে ।  এবং হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন, ‘ওদের তো ২ টো আছে আমার ১২টা আছে, ওদের তো পরমাণু বোমা আছে আমি জনসংখ্যার বিবরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলবো ভারত তো কোন ছাড়’ ৷’ মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন,’তাদেরকে আপনি এখানে লালিত-পালিত-আশ্রিত করে আধার কার্ড, বেআইনি এপিক কার্ড, রেশনের সুবিধা, ১০০ দিনের কাজের সুবিধা পর্যন্ত দিচ্ছেন৷ মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ২০১৯-২০তে ধরা পড়েছে ১০০ দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক একাউন্টে গেছে । তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কথার কোন বাস্তবতা নেই ।’ তিনি বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য অবিলম্বে বিএসএফকে জমি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ।। 

Post a Comment

নবীনতর পূর্বতন