আন্না বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর উপর যৌন হেনস্থার ঘটনায় তীব্র বিষোদগার শুরু হয়েছে। চেন্নাইয়ের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত আন্না বিশ্ববিদ্যালয় (Anna University Sexual Assault)। সেখানে কীভাবে এক ছাত্রীর উপর যৌন হেনস্থা হয়, তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ করেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। কে বা কারা ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর যৌন হেনস্থা করে, তাদের ধরা না পর্যন্ত নিজেকে দড়ি দিয়ে আঘাত করবেন বলে জানিয়েছিলেন কে আন্নামালাই। নিজের দেওয়া কথা রেখে কে আন্নামালাইকে দেখা যায়, নিজেকে দড়ি দিয়ে প্রহার করতে। কে আন্নামালাইয়ের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তামিলনাড়ুর স্ট্যালিন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জোরকদমে।
#WATCH | Coimbatore | Tamil Nadu BJP President K. Annamalai whips himself as a mark of protest, demanding justice in the Anna University alleged sexual assault case. #KAnnamalai #AnnaUniversity #TamilNadu #Viral #ViralVideo pic.twitter.com/rTOVKR1VhU
— TIMES NOW (@TimesNow) December 27, 2024
একটি মন্তব্য পোস্ট করুন