Top News

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল কলকাতায় |

 


সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও।বৃহস্পতিবার ঢাকার স্বামীবাগে সংবাদিক বৈঠক করে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের থেকে দূরত্ব তৈরি করা হল। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেছেন, 'চিন্ময়কৃষ্ণ দাস, চন্দনকুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাঁর বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।' এদিন শিয়ালদহে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদী মিছিল হয়। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নিলেন বহু সাধারণ মানুষ। প্রতিবাদে নামছে কলকাতার ইসকন কর্তৃপক্ষও। বৃহস্পতিবার বিকেলে আলবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে চলেছেন ভক্তরা। 


বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি তথা শিশু সুরক্ষা দলের সদস্য হৃষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন যে কয়েকজন শিশু খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছিল। সেই অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল।


ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য আরও জানিয়েছেন, সংগঠনের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা শোনেনি চিন্ময়কৃষ্ণ দাস। সেজন্য গত জুলাইয়েই তাঁকে ইসকন বাংলাদেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও রাষ্ট্রদ্রোহ মামলার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ জোরাল হতেই  ইসকনকে নিষিদ্ধের আবেদন জানায় ইউনুস সরকার। কিন্তু বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়।


 কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে এনিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তাঁর কথায়, ”বাংলাদেশে ইসকন ভক্তরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনা ও পুলিশ। পরিস্থিতি খুব খারাপ।” চিন্ময় প্রভুর পর সেখানে গ্রেপ্তার করা হয়েছে আরও এক সন্ন্যাসী স্বরূপ দাশকে। 


এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় পথে নামলেন সনাতন হিন্দুরা। বঙ্গীয় হিন্দু সমাজের মিছিলে শামিল জনতার হাতে চিন্ময় প্রভুর ছবি। তাতে মুক্তির বার্তার পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিও তোলা হয়েছে।  বিকেলে ইসকনের তরফেও মিছিল হবে। কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবেন সন্ন্যাসীরা। 

Post a Comment

নবীনতর পূর্বতন