Top News

বেলডাঙার ঘটনা নিয়ে আদালতে তীব্র ভর্ৎসনা রাজ্য সরকারকে, রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের

 


বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনা রাজ্য সরকারকে। মুর্শিদাবাদের বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে।একাধিক বাড়িতে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। রাতারাতি সেখানে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ব্যবস্থা। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয় গোটা জেলাজুড়ে।

জোরদার করা হয় পুলিশের নিরাপত্তা। যদিও পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই দাবি পুলিশ প্রশাসনের। ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। মামলার শুনানিতে বিচারপতি হরিশ ট্যান্ডন জানান,মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর এটাই প্রাথমিক দায়িত্ব হওয়া উচিৎ। এমনকি কেউ ঘরছাড়া থাকলে তাঁকে দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, 'মানুষের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কেন্দ্র এবং রাজ্য উভয়ের দ্বায়িত্ব। দীর্ঘ শুনানির পর এই সংক্রান্ত বিষয়ে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে রীতিমত তিরস্কার করে রিপোর্ট তলব করল। আগামী বুধবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এখন দেখার ঘটনায় ঠিক কি রিপোর্ট রাজ্যের তরফে জমা দেওয়া হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন