ঘরের মাঠে নিউজিলান্ড এর কাছে ০-৩ সিরিজ হারার পর অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট জিতলো ভারত | ম্যাচটি আয়োজিত হয়েছিল পার্থ এর অপ্টাস স্টেডিয়াম এ | ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তার ব্যক্তিগত কারণ এর জন্য ম্যাচ টি খেলতে পারেননি | ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহ ছিলেন অস্থায়ী অধিনায়ক | দু ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনি ম্যাচ এর সেরা |
এই ২৯৫ রান এর জয়, ভারতের কাছে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রান এ জয় | আর এই প্রথম পার্থ এর মাটিতে টেস্ট ম্যাচ জিতলো ভারত | এই ম্যাচ টি জেতার পর ফের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এর টেবিল এ শীর্ষে উঠে এলো ভারত | এখন তাদের পয়েন্ট ১১০| এছাড়াও বিরাট কোহলি এবং যশ্বাসী জয়সোয়াইল এর ইনিংস এই ম্যাচ জয়ের ভীত তৈরী করে দেয় | দ্বিতীয় ইনিংস এ জয়সোয়াইল এর ১৬১ রান এর ইনিংস এবং বিরাট এর ৮১ তম আন্তর্জাতিক শতরান জয় এর ভীত তৈরী করে দেয় |
প্রথমে ব্যাট করে ভারত যখন মাত্র ১৫০ রান এ অল আউট হয়ে যায় তখন অনেকের মনে হয়েছিল যে আবারও আমরা হেরে যেতে চলেছি | তারপর বুমরাহ , সিরাজ এবং হর্ষিত দের গতি ও বাউন্স অসি ব্যাটিং কে পরাস্ত করে | তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৪ রান এ | দ্বিতীয় ইনিংস এ প্রত্যাবর্তন হয়ে ভারতীয় ব্যাটিং এর | জোড়া সেঞ্চুরি (যশ্বাসী ও বিরাট) এবং রাহুল এর ৭৭ রান এর সাজানো ইনিংস এ ভারত তোলে ৪৮৭-৬ | অস্ট্রেলিয়া এর ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৩৮ রান এ | কিছুটা রান পান ট্রাভিস হেড (৮৯)| এই হেড ই ২০২৩ সালে দুর্ধষ্য ব্যাটিং করে ভারত কে হারিয়ে দিয়ে গেছিলো |
৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে এডিলেড এ | ক্যাপ্টেন রোহিত শর্মা যোগ দিয়েছেন টীম এর সঙ্গে | পরেরটি আবার পিঙ্ক বল টেস্ট | আরো বড়ো পরীক্ষা আমাদের সামনে | এবার দেখার বিষয়ে দল পরিচালন সমিতি কাদের রাখবে আর কাদের রাখবেন না |
একটি মন্তব্য পোস্ট করুন