দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শনিবারই তা পরিণত হয়েছে নিম্নচাপে। তবে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা নিয়ে এখনই নিশ্চিত নয় হাওয়া অফিস। তবে এই নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায়।
আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার নাগাদ বাড়াবে আরও শক্তি। এর অভিমুখ থাকবে মূলত শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে।
তবে এর প্রভাবে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। দক্ষিণবঙ্গে রবিবার আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। মূলত পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার আকাশ থাকবে কুয়াশায় ঘেরা। অন্যদিকে, উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার আকাশে থাকবে কুয়াশা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ১৮ থেকে ১৯ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। নভেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
একটি মন্তব্য পোস্ট করুন