Top News

'চুপচাপ জামা-প্যান্ট খোল, ছবি তুলব!' বলেই কষিয়ে চড়! খাস কলকাতায় নোংরা চক্র?


ফোটোশ্যুট করতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন নাবালিকা। অভিযোগ, জোর করে জামা-কাপড় খুলে দিয়ে তাঁকে দিয়ে ফোটোশ্যুট করানো হয়। ওই নাবালিকা রাজি না হলেও তাঁকে চুলের মুটি ধরে চড় মারা হয় বলে অভিযোগ। খাস কলকাতায় এই ঘটনা চমকে দিয়েছে সকলকে। গোটা বিষয়টি নিয়ে প্রায় ২৮ দিন আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল।

পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি।

ওই নাবালিকার দাবি, ফোটোশ্যুটের জন্য তিনি একজন ফোটোগ্রাফারের সঙ্গে কথা বলেন। তাঁর জন্য অগ্রিম ৫০ হাজার টাকাও দেন। নির্দিষ্ট দিনে ফোটোশ্যুট শুরু হয়। কিন্তু সমস্যা হয় ফোটোগ্রাফারের আজব দাবি ঘিরে। ওই ফোটোগ্রাফার বলতে থাকেন পোশাক খুলে ছবি তোলার জন্য। তাতে প্রতিবাদ করে ওই নাবালিকা বলেন তিনি নগ্ন ফোটোশ্যুট করবেন না। এতে নাকি ফোটোগ্রাফারের সঙ্গে বচসা শুরু হয়।

নাবালিকার অভিযোগ, এর পরেই মারমুখী হয়ে যান ওই ফোটোগ্রাফার। চুলের মুটি ধরে একের পর এক চড় মারা হয়। এমনকী কোনও ছবি দেওয়া হবে না বলেও হুমকি দিতে থাকে। শেষে বাধ্য হতে হয় ওই নাবালিকাকে। পর ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনও পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। গোটা বিষয়টি নিয়ে পকসো আইনে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, কয়েক মাস আগেও এক মডেল ওই ফোটোগ্রাফারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন। তখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

অনুমান করা হচ্ছে, এর নেপথ্যে কোন নীল ছবি চক্র সম্ভবত জড়িয়ে রয়েছে। কোনও ভাবে মডেলদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হত। তারপরে জোর করিয়ে নগ্ন হয়ে ফোটোশ্যুট করানো হয়। এই ছবি দেখিয়ে পরে সম্ভবত ব্ল্যাকমেইলও করা হচ্ছে বলে অভিযোগ। গোটা বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোটা বিষয়টি গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, আগাম জামিনের আর্জি জানিয়ে অভিযুক্ত বুধবার আদালতের দ্বারস্থ হতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন