সিবিআই সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দেয়, যেখানে চিকিৎসকের উপর নির্যাতন এবং খুনের পাশাপাশি আর্থিক অনিয়মের মতো গুরুতর প্রসঙ্গ উঠে আসে। চিকিৎসকের পক্ষ থেকে আইনজীবী করুণা নন্দী দাবি করেন যে অপরাধ স্থলে থাকা ৭ জনকে সাসপেন্ড করা উচিত।
রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, ৫ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং সিবিআই যদি আরও তথ্য প্রদান করে, তাহলে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার ১৫ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নেয় এবং পরবর্তী শুনানি ১৪ অক্টোবর নির্ধারিত হয়। এই ঘটনায় সারা দেশের নজর রয়েছে, সকলে অপেক্ষা করছেন দেখার জন্য যে সিবিআই কোনও উল্লেখযোগ্য তথ্য পেশ করতে পারে কিনা।
- আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং আইনজীবী করুণা নন্দী হাসপাতালের যাঁরা তদন্তের আওতায় রয়েছেন, তাঁদের নিলম্বিত করার আর্জি জানান। উঠে আসে 'প্রভাবশালী' তত্ত্বও।
- তদন্তের আওতায় কারা রয়েছেন সেই তালিকাও সিবিআইয়ের থেকে চেয়েছে আদালত।
- টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখার দাবি
- সব পরিষেবার কাজ কেন করছেন না জুনিয়র ডাক্তারেরা, সেই প্রশ্ন করেন সুপ্রিম কোর্ট।
- সিসিটিভি বসানোর জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
- সিসিটিভির কাজ কতদূর এগিয়েছে তাও জানতে চাইলেন বিচারপতি।
- পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর।
- ক্রাইম অব সিনে থাকা ৭ জনকে সাসপেন্ড করতে হবে।
- রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে, সিবিআই তথ্য দিলে, বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- চিকিৎসকদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নিতে ১৫অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নেন রাজ্যের আইনজীবী।
- পরবর্তী শুনানি হবে ১৪ অক্টোবর।
- যত প্রভাবশালীই হোক তালিকা পেলে পদক্ষেপ নেওয়া হবে, আশ্বাস রাজ্যের।
- ঘুমিয়ে থাকা অবস্থায় কী ভাবে চোখে আঘাত? প্রশ্ন প্রধান বিচারপতির
- শুনানিতে ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের নাম উঠে এসেছে। তিনি ময়নাতদন্তের প্রধান ছিলেন। দেবাশিস সোম ও ধৃত সন্দীপ ঘোষের মধ্যে 'ঘনিষ্ঠ' সম্পর্ক থাকা সত্ত্বেও, তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, তা প্রশ্ন রয়েছে।
- আদালতের নির্দেশ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে ব্যাপারে আইনজীবী বৃন্দা গ্রোভার ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
- প্রধান বিচারপতি বলেছেন, 'নির্যাতিতার ছবি ও নাম বারবার ব্যবহার করা সন্তানহারা বাবা-মাকে আঘাত করছে।' তিনি নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন।
- আইনজীবী বৃন্দা গ্রোভার জানিয়েছেন, 'ইউটিউবে আগামীকাল এই ঘটনার উল্লেখ করে একটি ছবি মুক্তি পাবে।'
- প্রধান বিচারপতি বলেছেন, 'ছবির মুক্তি বন্ধ করতে হলে আইনি পথ অবলম্বন করতে হবে।'
- রাজ্যের উচিত সোশাল মিডিয়ায় পোস্ট করা সব কিছু অবিলম্বে সরিয়ে ফেলা।
- আইনজীবী করুণা নন্দী নোডাল অফিসার নিয়োগ এবং অভিযোগ জানানোর জন্য ই-মেল আইডি দেওয়ার দাবি করেছেন।
- প্রধান বিচারপতি জানিয়েছেন, 'আমরা ছবি ও নাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছি। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।'
একটি মন্তব্য পোস্ট করুন