Top News

মন্দিরের ভিতর অন্ধ কিশোরীকে ধর্ষণ পুরোহিতের, মেয়ে অন্তঃসত্ত্বা হতেই পুলিশের দ্বারস্থ পরিবার

ফের ভয়াবহ ধর্ষণ (Rape)। এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরী থেকে এল নৃশংসতার খবর। রিপোর্টে প্রকাশ, শিবপুরীতে মন্দিরের মধ্যে ধর্ষণ করা হয় এক অন্ধ কন্যাকে। মন্দিরের পুরোহিত জোর করে টেনে নিয়ে গিয়ে ওই অন্ধ মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে বিষয়টি কোনওভাবে প্রকাশ পায়নি। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে, খব জানাজানি হয়ে যায়। মন্দিরের মধ্যেই ওই অন্ধ কিশোরীকে পুরোহিত নির্মমভাবে ধর্ষণ করে বলে খবর মেলে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হতেই তার পরিবারের তরফে থানায় যাওয়া হয়। পুলিশে খবর দেন তাঁরা।

অভিযোগ মিলতেই পুলিশ জোর পদক্ষেপ করে। তবে অভিযুক্ত পুরোহিতের খোঁজ চলছে। যদিও ওই পুরোহিতের খোঁজ এখনও মেলেনি বলে খবর। জানা যাচ্ছে, ধর্ষণের পর ওই কিশোরীকে হুমকি দেওয়া হয়। ওই কিশোরী এ বিষয়ে কাউকে বললে, তাঁর বাবাকে হত্যা করা হবে বলে বলে পুরোহিত হুমকি দেয় বলে খবর।

Post a Comment

নবীনতর পূর্বতন