ইজরায়েলের (Israel) দিকে একের পর এক মিসাইল ছুঁড়ছে ইরান (Iran)। এবার সেই ভয়ঙ্কর একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে একের পর এক মিসাইল (Missile) তেহরান থেকে ছোঁড়া হয় ইজরায়েলকে লক্ষ্য করে। ইজরায়েলের দিকে রওনা দেওয়া একটি ব্রিটিশ এয়ারওয়েজের ককপিট থেকে এই ভিডিয়োটি শ্যুট করা হয়। ওই ভিডিয়োতেই দেখা যায়, ইরানের দিক থেকে একের পর এক মিসাইল উড়ে আসছে। ফলে ইজরায়েলের আকাশ পথে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি নিজের পথ পরিবর্তন করতে বাধ্য হয়। জানা যায়, ইরানের মিসাইলের কাছে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটিকে খুব সাবধানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে সেখানকার যাত্রীদের মধ্যে থেকে কারও আহত হওয়ার খবর মেলেনি।
BREAKING FROM #TelAviv
— News Tap One (@newstapworld) October 1, 2024
Civilians rush to bunkers as #Iran launches missiles towards #Israel. "Everyone is safe. Iran has started attacking." an Indian national says in a video shot in one of the bunkers. pic.twitter.com/gVTWp2VS8x
একটি মন্তব্য পোস্ট করুন