Top News

ইজরায়েলের দিকে একগুচ্ছ মিসাইল ছুঁড়ল ইরান, অন্ধকারে রাস্তা পালটে বাঁচল বিমান, দেখুন ভিডিয়ো


 ইজরায়েলের (Israel) দিকে একের পর এক মিসাইল ছুঁড়ছে ইরান (Iran)। এবার সেই ভয়ঙ্কর একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে একের পর এক মিসাইল (Missile) তেহরান থেকে ছোঁড়া হয় ইজরায়েলকে লক্ষ্য করে। ইজরায়েলের দিকে রওনা দেওয়া একটি ব্রিটিশ এয়ারওয়েজের ককপিট থেকে এই ভিডিয়োটি শ্যুট করা হয়। ওই ভিডিয়োতেই দেখা যায়, ইরানের দিক থেকে একের পর এক মিসাইল উড়ে আসছে। ফলে ইজরায়েলের আকাশ পথে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি নিজের পথ পরিবর্তন করতে বাধ্য হয়। জানা যায়, ইরানের মিসাইলের কাছে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটিকে খুব সাবধানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে সেখানকার যাত্রীদের মধ্যে থেকে কারও আহত হওয়ার খবর মেলেনি।

Post a Comment

নবীনতর পূর্বতন