Top News

RG kar-কাণ্ডে বেফাঁস মন্তব্যে মামলা প্রাক্তন আইপিএসের বিরুদ্ধে, আবদনে মিলল না রক্ষাকবজ


 আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মঞ্চে বেফাঁস মন্তব্যের পর মামলা হয়েছিল অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের। কিন্তু আবদনের মামলায় রক্ষাকবজ পেলেন না পঙ্কজ দত্ত। পাশাপাশি, এই মন্তব্য যদি সত্যি পঙ্কজ করে থাকেন, তাহলে আদালত এই আবেদন হস্তক্ষেপ করবে না। এমটাই জানালেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। 

আবেদনকারী আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী জানান, সম্প্রতি প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সভায় উপস্থিত থেকে কিছু বক্তব্য পেশ করেন। সেখানে ওই বক্তব্যকে 'নেগেটিভ মিনিং' করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সেই এফআইআর থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঙ্কজ দত্ত। সেদিন আরজি কর ঘটনার প্রতিবাদ সভায় পঙ্কজ দত্ত বলেছেন "আরজি কর নিরাপত্তাহীন জায়গা নয়, ওখানে ধর্ষণ ও খুন করা যায় না। সেটা সোনাগাছি নয় যে, সেখানে নিরাপত্তা নেই বলে ধর্ষণ ও খুন করা যায়।"

পাল্টা বিচারপতির মন্তব্য, "পঙ্কজ দত্ত যদি সোনাগছি সম্পর্কে এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে আমি এটা নিয়ে বিনোদন করবো না। আগামী বৃহস্পতিবার, পরবর্তী শুনানিতে পঙ্কজ দত্তের আইনজীবী যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারে তাহলে আমি মামলা শুনবো। নয়ত নয়। রাজ্যের আইনজীবী সময় চেয়েছে তাই, সেই আবদনে আমি মামলা পিছিয়েছি।"

Post a Comment

নবীনতর পূর্বতন