Top News

সন্দীপের প্রভাবশালী 'যোগ' দেখে 'বিস্মিত' সিবিআই, মোবাইল ঘেঁটে হাতে এল বিস্ফোরক তথ্য



আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেবলমাত্র একজন ছাপোষা চিকিৎসক ছিলেন না! তাঁর 'প্রভাবশালী যোগ' দেখে বিস্মিত সিবিআই। দীর্ঘদিন ধরে অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সন্দীপের সমীকরণ ছিল চমকপ্রদ। সন্দীপের মোবাইল ফোন ঘেঁটে বেশ কিছু বিস্ফোরক কিছু তথ্য পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে চেস্ট মেডিসিন বিভাগের এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, ওই পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় প্রথম থেকেই শিরোনামে সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে লাগাতার জেরার পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। এরপর ধর্ষণ ও খুনের মামলাতেও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দীপ।

সিবিআই সূত্রে খবর, সন্দীপের দু'টি মোবাইল ফোন, দু'টি ল্যাপটপ, আরজি করের অফিসে তাঁর কম্পিউটারের ডেক্সটপ সহ বেশ কিছু নথি  বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেখান থেকেই প্রভাবশালী যোগের তথ্য উঠে আসছে। এই তালিকায় রয়েছে প্রশাসনের কর্তাব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেক তাবড় নেতা। এদের সঙ্গে সন্দীপের নিয়মিত যোগাযোগ থাকত।সেই কারণেই ব্যাপক টাকার আর্থিক দুর্নীতি সম্ভব হয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। পাশাপাশি, সেই দুর্নীতির কালো টাকা নানা ভাবে ভাগ হয়েছে বলেও সন্দেহ!

আরজি কর সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসার সামগ্রী নিয়ে দুর্নীতি তো হয়েছেই, পাশাপাশি মর্গের অজ্ঞাতপরিচয় দেহের অঙ্গ বিক্রির মত বেআইনি কারবারে যুক্ত ছিলেন সন্দীপ। এছাড়াও বিভিন্ন জুনিয়র চিকিৎসকদের হাসপাতালে বদলি ও পদোন্নতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিত সন্দীপ-গোষ্ঠী। সন্দীপের মোবাইল ফোন থেকে বেশ কিছু ব্যক্তির কথা জানা যাচ্ছে। তবে এক্ষুনি সেই নাম প্রকাশ করতে চায় না সিবিআই।

Post a Comment

নবীনতর পূর্বতন