Top News

আরজি কর ধর্ষণ এবং খুনের তদন্তে একাধিক লিড! নির্যাতিতার আঘাত নিয়ে বড় প্রশ্ন প্রধান বিচারপতির

 


আরজি কর ধর্ষণ এবং খুনের তদন্তে একাধিক লিড উঠে এসেছে। এই অবস্থায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের। ঘটনার পর থেকে একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এই অবস্থায় আজ সোমবার নতুন করে 'স্ট্যাটাস রিপোর্ট' সিবিআই'য়ের তরফে জমা দেওয়া হয়।

যা দীর্ঘক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চ পড়ে দেখেন (RG Kar Case Hearing)। এরপরেই বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের পর্যবেক্ষণ, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক।


তবে এদিন মামলার শুনানিতে বেশ কিছু প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। বলেন, নির্যাতিতার চোখে আঘাতের উল্লেখ রয়েছে রিপোর্টে। কীভাবে একজন ঘমিয়ে থাকলে এমন আঘাত সম্ভব? এমনকি হ কীভাবে চশমা পরা অবস্থায় দেহ ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। উত্তরে সলিসিটর জেনারেল জানান, চশমা না খুলেই ঘুমোনোর জন্য এই আঘাত লেগেছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্টে আছে বলেও এদিন প্রধান বিচারপতির বেঞ্চকে জানান সিবিআই'য়ের আইনজীবী।


অন্যদিকে এদিন মামলার শুনানিতে ক্রাইম সিনে থাকা বেশ কয়েকটি নাম সিবিআইকে দিতে চান ডাক্তারদের আইনজীবী। সংশ্লিষ্টদের আইনজীবী ইন্দিরা সিং আদালতে জানান, এটা সাধারণ খুন এবং ধর্ষণের ঘটনা নয়। সলিশিটর জেনারেলকে এই বিষয়ে জানানো হয়েছে। ফলে সিল্ড কভারে ওই সমস্ত নাম জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। নবরাত্রির পর সোমবার এই সংক্রান্ত ফের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সম্ভবত মামলার শুনানি হবে আগামী ১৪ অক্টবর।


Post a Comment

নবীনতর পূর্বতন