সঞ্জয় রায়ের (Sanjay Roy) নারকো টেস্ট করতে পারবে সিবিআই (CBI)। এমনই অনুমতি দিল আদালত। চিকিৎসক ধর্ষণ (Doctor Death), খুন-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস টেস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা করতে পারবেন বলে অনুমতি দেওয়া হয় শিয়ালদহ আদালতের তরফে। তথ্য যাচাই করতে এই নারকো টেস্ট কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নারকো টেস্টে সঞ্জয় রায়ও আপত্তি জানায়নি। ফলে সিবিআই এবার আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিশেষ এই টেস্ট করাবে বলে জানা যাচ্ছে। এর আগে পলিগ্রাফ টেস্ট করা হয় সঞ্জয় রায়ের। তবে পলিগ্রাফ টেস্টে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সেই কারণে এবার ধৃত সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস টেস্ট সিবিআই করাবে বলে জানা যাচ্ছে।
শুত্রবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয় রায়কে। আদালতের শুনানির পর প্রিজন ভ্যানে বসিয়ে সঞ্জয় রায়কে নিয়ে চলে যায় কলকাতা পুলিশ। প্রিজন ভ্যানে সঞ্জয় রায়ের দিকে ক্যামেরা তাক করে প্রশ্ন ছুড়ে দিলেও, তাকে নিরুত্তাপ দেখা যায় একেবারেই।
গত ৯ অগাস্ট আরজি কর (RG Kar) হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার হয় চিকিৎসক তরুণীর দেহ। ধর্ষণের পর খুন করা হয় ওই চিকিৎসককে।
তরুণীর মৃতদেহ উদ্ধারের পরপরই কলকাতা পুলিশের তরফে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে চিকিৎসকের ধর্ষণে খুন-কাণ্ডে সঞ্জয় রায় একা নন, আর কে কে জড়িত, তা প্রকাশ্যে আনার দাবিতে উত্তাল গোটা রাজ্য। তবে এই মুহূর্তে আরজি কর (RG Kar) মূল মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে। আগামী ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি। ওইদিন আরও একটি রিপোর্ট জমা দেবে সিবিআই।
একটি মন্তব্য পোস্ট করুন