![]() | |||
চিনে নিন কল্যানী মেডিকেল কলেজের Threat Syndicate এর সেই "দিদি" দের, যারা তাদেরই জুনিয়র ছাত্রীদের "ঘরে ছেলে ঢুকিয়ে দেব" বলেই threat দিত। |
'দিদি'-রা এত প্রভাবশালী হয়ে উঠলেন কীভাবে?
ওই রিপোর্ট অনুযায়ী, অভিযোগ উঠেছে, যে 'দিদি'-দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেই আবার 'স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি'-র সদস্য ছিলেন। যে সংগঠন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রিত সংগঠন বলে দাবি করা হয়েছে। কয়েকজন 'দিদি'-র মাথার উপরে আবার এক 'প্রভাবশালী দাদা'-র হাত ছিল বলে অভিযোগ উঠেছে। আর সবমিলিয়ে 'দিদি'-রা হাসপাতালে একেবারে নিজেদের রাজত্ব চালাতেন বলে অভিযোগ উঠেছে।
জমা পড়েছে পেনড্রাইভ, আছে ভিডিয়ো ও ছবি
আর যে জেএনএম হাসপাতালে এমন অভিযোগ উঠেছে, সম্প্রতি সেই হাসপাতালের ১১ জন ছাত্রী-সহ ৪০ জন পড়ুয়াকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হাসপাতালে 'থ্রেট কালচার' চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে অন্য পড়ুয়াদের ভয় দেখাতেন তাঁরা। তোলাবাজি করতেন। কথা না শুনলেই তারইমধ্যে সূত্র উদ্ধৃত করেওই প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত কলেজের ডিনের কাছে প্রায় ৩০০টি অভিযোগ জমা পড়েছে। সেইসঙ্গে জমা পড়েছে বিভিন্ন প্রমাণ। যে তালিকায় একটি ১৬ জিবির পেনড্রাইভও আছে। ওই পেনড্রাইভে বিভিন্ন ভিডিয়ো এবং স্ক্রিনশট আছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন