Top News

কলকাতা জিপিওর বাথরুমে গোপনে মহিলার ভিডিয়ো রেকর্ডিং

 


আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। সরকারি হাসপাতালের মধ্যেই যেভাবে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গায়েব। সেই আবহে এবার কলকাতার জিপিওতে লুকিয়ে বাথরুমে মহিলা সহকর্মীর ভিডিয়ো করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত যুবক জিপিওর অস্থায়ী কর্মী। এই অভিযোগে জিপিওর ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভিকি মল্লিক। তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১.৫০ টার দিকে। মহিলার দায়ের করা অভিযোগ অনুযায়ী, ওই মহিলা কর্মী বাথরুমে ঢুকলে তাঁর পিছু নেয় ভিকি মল্লিক। এরপরই বাথরুমের দরজার ফাঁক দিয়ে গোপনে মহিলার নগ্ন ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করে। তবে মহিলা তা বুঝতে পারলে তিনি চিৎকার করেন। তখন বাকিরা সেখানে জড়ো হন। অফিসের অন্যান্য কর্মীরা ভিকিকে হাতেনাতে ধরে ফেলেন। সেই সময় জিপিওর অন্য কর্মীরা অভিযুক্তকে মারধর করেন। এরপরেই খবর পাঠানো হয় থানায়। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, এই অভিযোগের ক্ষেত্রে ভিকির ব্যবহার করা মোবাইল ফোন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে। ওই যুবক এভাবেই অফিসের অন্য কোনও মহিলা কর্মীর গোপন ভিডিয়ো করেছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। অপরাধে ব্যবহৃত মোবাইলটি বাজেয়াপ্ত করেছি। আরও তদন্ত করা হচ্ছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই জিপিওতে মহিলা কর্মীদের নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় মহিলা কর্মীদের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে জিপিওতে। দ্রুত এনিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন কর্মীরা। ওই যুবকের অতীত কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর আগের দিনই জিপিরও পাশেই অবস্থিত কলকাতা হাইকোর্টে এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল হাইকোর্টেরই এক কর্মীর বিরুদ্ধে। ওই আইনজীবী লিফটে ছিলেন। তখন ওই কর্মীও লিফটে ওঠেন। অভিযোগ, সেই সময় লিফটে একা পেয়ে ওই গ্রুপ ডি কর্মী আইনজীবীর শ্লীলতাহানি করে। সেই ঘটনায় হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

Post a Comment

নবীনতর পূর্বতন