রোগীমৃত্যুর ঘটনায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে, চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর পরিজনরা। মহিলাদের ডাক্তারদের মারধর করা হয়েছে। গায়ে হাত তোলা হয় স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসকদের ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে এক পুলিশকর্মীও হাতে চোট পেয়েছেন।
আর সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। রোগীর পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে যে কাউকে মারধর করা হয়নি। কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। যদিও নিজেকে রোগীর পরিবারের লোক হিসেবে দাবি করে এক মহিলা বলেন, 'শুধু তো হাত ভেঙেছে। (বিনা চিকিৎসায়) তো আমাদের মেয়ে চলে গেল।'
চিকিৎসা করা হয়নি, ফেলে রাখা হয়েছিল, দাবি রোগীর পরিবারের
রোগীর পরিবারের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার তাঁদের মেয়েকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলেও কোনও চিকিৎসা পাননি। বিনা চিকিৎসায় পড়েছিলেন হাসপাতালে। শেষপর্যন্ত পরিস্থিতি যখন অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে, তখন অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি গিয়েছিল। শ্বাসকষ্ট হতে-হতে এই মহিলার মৃত্যু হয়েছে পরিবারের তরফে দাবি করা হয়েছে।
'শুধু তো হাত ভেঙেছে…'
যদিও রোগীর পরিবারের দাবি, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের গায়ে হাত তোলেননি তাঁরা। মেয়ের মৃত্যুর খবরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন বলে কাঁদতে-কাঁদতে দাবি করেন এক মহিলা। যিনি নিজেকে মৃত মহিলার মা হিসেবে দাবি করেছেন। তারইমধ্যে তাঁর পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলা বলতে থাকেন, 'শুধু তো হাত ভেঙেছে (হাতে চোট লেগেছে)। (বিনা চিকিৎসায়) তো আমাদের মেয়ে চলে গেল।' তাতে সায় দেন অপর এক মহিলা।
আর সেই ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যকর্মীরা। কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। আহত একজনের বক্তব্য, '৯৯ শতাংশ আতঙ্কে রয়েছি।'
একটি মন্তব্য পোস্ট করুন