তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কার্যত নাম না করে খোঁচা দিয়েছিলেন যে বানভাসি এলাকায় দেখা যাচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। অবশেষে দেখা মিলল বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের।
তিনি বানভাসি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের বলেন, আমি কী করছি তার কপি আপনারা পেয়ে যাবেন।
রেখে দেবেন। একবার দুবারে তো হবে না। দুতিন বারে হয়তো দিতে হবে। তারপর যদি কাজ না হয় আমি এখানে তাঁবু খাটিয়ে অনশনে বসব। এদিকে অভিজিৎ গাঙ্গুলির এই অনশনের হুঁশিয়ারি শুনে এক দুর্গত ব্যক্তি বলেন, অনশন না করে কাজটা শুরু করুন।
এটা শুনে কার্যত বড় অস্বস্তিতে পড়েন অভিজিৎ গাঙ্গুলি। তখন তিনি বলেন, আমি তো কলার ধরে টেনে আনতে পারি না। প্রয়োজনে মামলা করব। এদিকে এলাকায় অবৈধ নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী এই নির্মাণের পেছনে সব দলের লোকজন রয়েছেন বলেও খবর। এসব শুনে দ্রুত এলাকা ছাড়েন অভিজিৎ।
প্রসঙ্গত কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রামে বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। একাধিক দুর্গত পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। তাঁদের সমস্যার কথা তিনি শোনেন। এমনকী কাজ না হলে অনশনে বসার কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে তাঁর এই কথা একেবারেই মানতে চাননি স্থানীয়রা। তাঁরা একেবারে মুখের উপর জবাব দিয়ে দেন। তাঁরা বলেন অনশন না বসে কাজটা যাতে হয় সেটাই দেখুন।
এর আগে কোলাঘাটে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ।
তবে এবারের লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তবে শনিবার দেবাংশু একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল গোড়ালির থেকে একটু উঁচুতে জল। সেই জল ঠেলে এগিয়ে যাচ্ছেন দেবাংশু। সঙ্গে অপর তৃণমূল নেতা কুণাল ঘোষ। বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছেন দুজনে। সেই সঙ্গেই ত্রাণ বিলি। আর তার সঙ্গেই জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করে খোঁচাও দিলেন।
দেবাংশু ফেসবুকে লিখেছিলেন, তমলুক লোকসভার মানুষ হয়তো আমাকে জেতাননি। কিন্তু প্রায় ৭ লাখ ভোট দিয়েছেন। যা বিপুল। তাই একটা টান থেকেই যায়। কোলাঘাট ব্লকের কিছু অঞ্চল কেন্দ্র ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত। সেখানকার কিছু অঞ্চল আজ আমি এবং কুণালদা ঘুরে এলাম। সাথে ছিলেন জেলার নেতৃত্বগণ। কথা বললাম অসহায় মানুষগুলোর সাথে। ঘুরে দেখলাম ত্রাণ শিবিরগুলিও। আমাদের তরফের সামান্য আয়োজন বিলি করলাম। সারাদিন ঘুরে মানুষের মুখে মুখে একটা কথাই শুনলাম, আপনি হেরে গিয়েও এলেন। কিন্তু যিনি জিতেছেন তিনি কই? প্রশ্ন করেছিলেন দেবাংশু।
তবে সেই কোলাঘাটের গ্রামেই রবিবার বন্যা দেখতে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন