Top News

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সরব শাশুড়ি, পলিগ্রাফ টেস্ট করাবে CBI

  


আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুন কাণ্ডে ধৃত, অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay roy) প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তার শাশুড়ি। সঞ্জয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী হল তার মেয়ে, এমন কথা জানিয়ে তিনি বললেন, "আমার সঙ্গে ওর (সঞ্জয়ের) সম্পর্ক ভাল ছিল না। আমার মেয়ের সঙ্গে বিয়ের আগে ওর আরও একটা বিয়ে হয়েছিল। প্রথম ৬ মাস সব ঠিকঠিকই চলছিল। কিন্তু যখন আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা, ওর (সঞ্জয়) কারণে সেটা নষ্ট হয়। সঞ্জয় আমার মেয়েকে খুবই মারধর করত। অভিযোগ জানানো হয়েছিল। আমরা মেয়ে সেই সময় খুব অসুস্থ হয়ে পড়েছিল। সঞ্জয় একদম ভাল নয়। ওকে ফাঁসি দেওয়া হোক। আমি আরজি করের অপরাধ নিয়ে কিছু বলব না। তবে মনে হয় না ও একা করেছে। ওর একা করার ক্ষমতা আছে বলে মনে হয় না।" 

Post a Comment

নবীনতর পূর্বতন