ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইরান ! ইহুদি দেশটির উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এমনটাই খবর নিউইয়র্ক টাইমস সূত্রে। মার্কিন সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক, গাজার জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর হত্যার বদলা নিতেই এই পদক্ষেপ খামেনেইর। উল্লেখ্য, গত মঙ্গলবার তেহরানে নিজের বাড়িতে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেয় হানিয়েহ।
খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি সূত্রে খবর, তেহরানে হানিয়েহ শেষকৃত্যের প্রার্থনায় নেতৃত্ব দেবেন খমেনেই। তার পরই নাকি ‘ইহুদি শয়তান’দের সবক শেখানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন