Top News

ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, বন্যায় গৃহবন্দি ৩৬ লক্ষ মানুষ, ভেসে গিয়েছে একের পর এক গ্রাম

 


 যত সময় এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। জলে ডুবে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত দুদিনে চার জেলায় আটজনের মৃত্যুর খবর মিলেছে। এমনকি কক্সবাজারে জলের তোরে ভেসে গিয়ে গিয়েছেন দুজন। প্লাবিত গ্রামের পর গ্রাম। এছাড়া, ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষিজমি। বন্যার জেরে গৃহবন্দি প্রায় ৩৬ লক্ষ মানুষ, রীতিমত উদ্বিগ্ন এ দেশের অন্তর্বর্তী সরকার।

প্রসঙ্গত, বাংলাদেশের বন্যা কবলিত জেলাগুলি হল- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। অসহায়দের সহায়তায় ইতোমধ্যেই পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এমনকি তাঁদের ত্রাণ বিতরণ করছেন জওয়ানরা। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার কারণে সিলেটের সঙ্গেও নানা প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাম থেকে বন্যার জল হু হু করতে ঢুকতে শুরু করেছে শহরেও।

উল্লেখ্য, এই বন্যা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শফিকুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশের প্রায় ৩৬ লক্ষ মানুষ বন্যাকবলিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই এলাকাগুলি পরিদর্শনে যাবেন। তিনি এও জানান, আবহাওয়া অধিদপ্তর ও জলসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে এবছরে। ১৬ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়। তবে শনিবার বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে বলেই খবর। এদিকে, বন্যাকবলিত জেলায় মোবাইল ফোনের বেশ কিছু টাওয়ার অচল হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন