আরজি করে (R.G. Kar Hospital) চিকিৎসক ধর্ষণ, খুনের মামলায় শুক্রবার প্রতিবাদ শুরু করে বিজেপি (BJP)। শুক্রে কলকাতায় বিজেপির বিক্ষোভ, প্রতিবাদ শুরু হলে পদ্ম শিবিরের নেতা, কর্মীদের আটক শুরু করে পুলিশ। যা নিয়ে বিজেপির নেতা, কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, বিবদ শুরু হয়। গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে নির্মম নির্যাতনের পর খুন করা হয় ট্রেনি চিকিৎককে। যার জেরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশ জুড়েও শুরু হয় চিকিৎসকদের বিক্ষোভ, প্রতিবাদ।
VIDEO | West Bengal: Kolkata Police detains BJP leaders, workers during party's protest over the alleged rape and murder of a trainee doctor at RG Kar Medical Hospital.
— Press Trust of India (@PTI_News) August 16, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/fYjQsOIMLa
একটি মন্তব্য পোস্ট করুন