Top News

দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে।


 রাতভর জেলায় জেলায় দুর্যোগের ছবি। এ বছর বর্ষার এমন ভয়াল রূপ দেখেনি দক্ষিণ বঙ্গবাসী। অগাস্টের শুরুতেই তাণ্ডব দেখাল প্রকৃতি। শুক্রবার সারারাত ধরে চলল অঝোরে বৃষ্টি। ভোর রাতে কলকাতার বিভিন্ন জায়গায় হল তুমুল বর্ষণ। আর তার জেরে মহানগরে নানা জায়গায় জমেছে জল। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । আবার বাংলার ওপর দিয়েই গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে । এর জেরে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে।

রাতভর বৃষ্টিতে জল জমেছে PTS, নারকেলডাঙা মেন রোডে। জলে ভাসছে বিমানবন্দর নিকটবর্তী কৈখালি এলাকাও। পাতিপুকুর আন্ডারপাস থেকে লেকটাউন, VIP রোড, সর্বত্রই জলছবি। ভাসছে সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড় এলাকাও। এছাড়াও জলমগ্ন সল্টলেকের বিভিন্ন এলাকা। FD ব্লক থেকে করুণাময়ী বাস স্ট্যান্ড , সেক্টর ফাইভ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, সর্বত্র জল থৈ থৈ পরিস্থিতি। দ্রুত জল বার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নবদিগন্তের কর্মীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন