প্রধানমন্ত্রী আবাস যোজনায় চরম দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই প্রেক্ষিতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।
মামলাকারীর দাবি, আবাস যোজনার কোনও ফর্মে দেখা গেছে ২৮ বছরের যুবতীর ছবি অথচ বাড়ি পেয়েছেন ৭২-এর মহিলা! কোথাও আবার একই মহিলার নামে ২৯টি শৌচালয় তৈরি করা হয়েছে। এইসব অভিযোগ তুলে ধরেই আদালতের দারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ও আইনজীবী মানস দাস আদালতে বলেন, নিয়ম অনুযায়ী আবাসের প্রকল্পের সুবিধা নেওয়া নাগরিককে ছবি-সহ ওই বাড়ির ছবি দিতে হয়। কিন্তু রাজ্যে দেখা গেছে, ফর্মে থাকা ছবির সঙ্গে গ্রাহকের কোনও মিল নেই!
আদালতে তাঁরা জানিয়েছেন, জাহানারা বিবি নামে ৭২ বছরের এক মহিলা বাড়ি পেলেও ফর্মে রয়েছে ২৮ বছরের এক মহিলার ছবি। এছাড়াও ওই প্রকল্প সংক্রান্ত ওয়েবসাইটের দেওয়া তথ্যে আরও দেখা গিয়েছে, সেরিনা বিবির নামে এক মহিলাকে অন্তত ২৯টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে।
অন্যদিকে আবাস নিয়ে বড় অভিযোগ উঠেছে মগরাহাটের ১ নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে। দাবি করা হয়েছে, ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাড়ি বানানোর টাকার তছরূপ করেছেন পঞ্চায়েত প্রধান। অভিযোগকারীর বক্তব্য, পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে স্বজনপোষণ ও প্রকল্পের টাকা তছরূপ করে চলেছেন। কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে, গরিব মানুষদের কেউই সেই অর্থ পাননি। গোটা বিষয় সম্পর্কে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তাঁরা।
একটি মন্তব্য পোস্ট করুন