স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাত্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসনাধীন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
ভারত ছাড়ার আগে ব্রিটিশরা ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায়। একটি ভারত এবং অপরটি পাকিস্তান। দেশভাগের সময় প্রচুর ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং প্রচুর মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭সালের ১৫আগস্ট জহরাল নেহেরু ভারতের প্রথম প্রধানন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তাই প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানটি দূরদর্শনের মাধ্যমে সারা দেশের সম্প্রচারিত হয়। নানা বেসরকারি সংস্থা স্কুল কলেজ ও নানান জায়গায় পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৭৭তম স্বাধীনতা দিবস পূর্ণ করে ৭৮তম স্বাধীনতায় পা দিলো দেশ। তবে এতগুলো বছর শুধুই দেশ স্বাধীন হয়েছে। আমরা কেউই স্বাধীন হতে পারিনি। তাও আমরা সকলেই প্রতিনিয়ত স্বাধীন হবার অভিনয় করে চলেছি। শরবতকে নারী নির্যাতন বাড়ছে আর অধিকাংশ ক্ষেত্রে অপরাধের ন্যূনতম শাস্তিটুকু পর্যন্ত হচ্ছে না। অথচ আমরা আজও গৌরবের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করে চলেছি। পেট্রোল ডিজেলের দাম ৭ বছরের দ্বিগুণ হয়েছে। রান্নার গ্যাসে ভর্তুকি যেমন কমেছে ঠিক তেমনি দাম বেড়েছে। যারা এত যুদ্ধ করে দেশ স্বাধীন করল তাদের কথা আমরা অনেকেই স্মরণ করি না। আমাদের পরবর্তী প্রজন্মের কেউই হয়তো নেতাজি, বিনয়-বাদল-দীনেশ, ক্ষুদিরামের আত্ম বলিদান এর কথা মনে রাখবে না তবুও আমরা বলি স্বাধীনতা দিবস।
যে দেশে রাত হলে নারীদের কোন সুরক্ষা থাকে না। যেই দেশে রাতের অন্ধকারে কিছু অমানুষ নারীদের উপর নির্যাতন করতে,নারীদের ছিড়ে খেতে একটুও বোধ করে না,সেই দেশ স্বাধীন হয় কিভাবে?
হ্যাঁ অবশ্যই দেশ স্বাধীন হয়েছে, তবে নারীদের জন্য নয় ।কিছু অমানুষ অশিক্ষিত মূর্খ বর্বর লোকেদের জন্য সত্যিই এই দেশ স্বাধীন হয়েছে। অবশ্য আমরা তো নারী আমাদের স্বাধীন হয়ে থাকার কোন অধিকার নেই। যারা দিনের পর দিন দোষ করে চলেছে অপরাধ করে চলেছে তাদের অধিকার আছে স্বাধীন হয়ে বেঁচে থাকার। স্বাধীনতার ৭৮ বছর পরে এসেও একজন নারী হয়ে এ কথাগুলো বলতে পারাটা যে কতটা বেদনাদায়ক তা কেবল দেশের পরাধীন নারীরাই বুঝতে পারে।
দেশ তো সেদিনই স্বাধীন হবে যেদিন দেশের প্রতিটি মানুষ সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে। দেশের প্রতিটি নাগরিকদের কথার গুরত্ব দেওয়া হবে। নারীরা সুরক্ষিত ভাবে চলাফেরা করতে পারবে- সেদিনই হবে দেশ স্বাধীন অর্থাৎ দেশের সঙ্গে দেশের নাগরিকদের স্বাধীনতা দিবস।
আমরা কি সত্যি স্বাধীন!!?
NewsTapবাংলা desk
0
Tags
স্বাধীনতাদিবস
একটি মন্তব্য পোস্ট করুন