Top News

Mamata Banerjee : বৈঠক বয়কট করে কোনও ভুল করেননি, কলকাতায় ফিরে কেন্দ্রকে তোপ মমতার

 


Mamata Banerjee : শনিবার কলকাতা ফিরে মমতা জানিয়েছেন, বিরোধী দলের তরফে তিনি ছিলেন একমাত্র প্রতিনিধি। বাংলার বঞ্চনা কথা বলে যাওয়ার সময় বেল বাজিয়ে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হয়।

নীতি-আয়োগের বৈঠক বয়কট করে তিনি কোনও ভুল করেননি। ভবিষ্যতে কেন্দ্রের কোনও বৈঠকে তিনি আর যোগ দেবেন কীনা, তা নিয়েও দু বার ভাববেন। কারণ, অহেতুক অপমান তিনি আর সহ্য করবেন না। দিল্লি থেকে কলকাতায় ফিরে কেন্দ্রকেই আক্রমণের নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার কলকাতা ফিরে মমতা জানিয়েছেন, বিরোধী দলের তরফে তিনি ছিলেন একমাত্র প্রতিনিধি। বাংলার বঞ্চনা কথা বলে যাওয়ার সময় বেল বাজিয়ে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হয়। সভার সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা পরিচালনা করেছিলেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। মমতার অভিযোগ, তাঁর প্রাপ্য সাত মিনিটও তাঁকে বলতে দেওয়া হয়নি।

কেন্দ্রের এই মনোভাবে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে। তিনি দাবি করেন, অসমের মুখ্যমন্ত্রী, অরুণাচলের মুখ্যমন্ত্রী, গোয়ার মুখ্যমন্ত্রী, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী কেউ ১৫ মিনিট কেউ ২০ মিনিট বলেছেন। অথচ তিনি পাঁচ মিনিট বলতে না বলতেই বারবার বেল বাজানো হয়। এই পরিস্থিতিতে ভবিষ্যতে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কটের ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঠিক নয় বলে আগেই দাবি করেছিল কেন্দ্র। কেন্দ্রের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে ভুল তথ্য দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন