তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংসদের ভিতরে অশালীন মন্তব্য করার অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিজের বক্তব্যের প্রমান সাপেক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেন তিনি।
অমিত মালব্য মাত্র তিন সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সংসদের বাজেট অধিবেশনে যে বক্তব্য রেখেছিলেন তারই ভিডিও শেয়ার করেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়। তবে শ্রীরামপুরের সাংসদ কী বলেছেন তা অবশ্য স্পষ্ট নয়। দেখুন সেই ভিডিও। এশিয়ানেট নিউজ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি।
অমিত মালব্য ক্যাপশনে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যয়ের ঘনিষ্ট সহযোগী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেকটা তাঁর নেতার মতই। তাঁরও মুখের ভাষা খুব নোংরা। তারপরই অমিত মালব্য বলেন, 'তিনি বাঁড়া শব্দটি ব্যবহার করেছেন। যার অর্থ ডিক।' ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করেই এই কথা বলেছেন। এটি তৃণমূল সাংসদের স্তর। অকথ্য , বেহায়াপনা, নিম্নস্তরের গুন্ডা- যারা নর্দমার স্তরের রাজনীতির প্রতীক।Mamata Banerjee’s close aide Kalyan Banerjee, much like his leader, is a foul mouthed oaf.
— Amit Malviya (@amitmalviya) July 25, 2024
Yesterday, he used the word "বাঁড়া" which means "dick," referring to Treasury benches.
This is the level of TMC MPs. Uncouth, unruly, low-level goons, who are epitomes of gutter level… pic.twitter.com/0JShR50STe
এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও সংসদের বাইরে প্রতিবাদের সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে বিতর্কে জড়িয়েছিলেন। তৃতীয় মোদী সরকারের প্রথম অধিবেশনেই চু কিত কিত মন্তব্য করেছিলেন। কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
একটি মন্তব্য পোস্ট করুন