Top News

উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন বহু কামরা, বহু মৃত্যুর আশঙ্কা

 

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা।আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অন্তত ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। 15904- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড়- পর্যন্ত যায়। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন। বৃহস্পতিবার দুপুরের একটু পরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এখন আপাতত উদ্ধারকাজে নজর দিচ্ছে রেল।

সূত্রের খবর, এদিন দুপুর ২.৩০ টায় সময় এই দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন রেলযাত্রী। একাধিক মৃত্যুর আশঙ্কাও রয়েছে। উল্টে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের তিনটি বগি, বেলাইন একাধিক কামরা। জুন মাসের পর জুলাই মাসে ট্রেন দুর্ঘটনা ঘটে। ১৭ জুন ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের ১৮ জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা।

ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। যদিও কেন এই দুর্ঘটনা ঘটেছে তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার উপর নজর রাখছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর। দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। আপাতত কয়েকজনকে স্থানীয় কিছু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি রেল দুর্ঘটনা নিয়ে খোঁজখবর নিচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর দফতরও।

Post a Comment

নবীনতর পূর্বতন