Top News

প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক - ইতিহাস তৈরি করে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের



 দূরত্ব থেকে গেল মাত্র ০.১ পয়েন্টের। রবিবাসরীয় প্যারিস অলিম্পিকে ভারতের জন্য পদকের ঝুলি খুললেন ২২ বছরের মনু ভাকর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তাঁর বন্দুকে প্রথম ব্রোঞ্জ ছিল ভারত। ৯ বারের বিশ্বচ্যাম্পিয়ন শুটিং ফাইনালে স্কোর করলেন ২২১.৭ পয়েন্ট। এই ইভেন্টে সোনা ও রূপো দুটোই জিতল দক্ষিণ কোরিয়া। শেষ শটে মনু স্কোর করেন ১০.৩। প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদ জিতলেন হরিয়ানার মনু ভাকর।

তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন হরিয়ানার এই শুটার। তাঁর পিস্তলে ১২ বছর পর শুটিং পদকের খরা কাটল। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ভারতকে এই ইভেন্ট থেকে শেষ পদক এনে দিয়েছিলেন গগন নারাং। শুরু থেকেই এই ইভেন্টে মনুর উপর পদকের প্রত্যাশা ছিল।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনাল ছিল শুরু থেকেই টানটান। দুই কোরিয়ানের মাঝে একসময় ১৪০ কোটি দেশবাসীকে রুপোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু। কিন্তু দুই কোরিয়ান দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসেন। আর তাতেই রুপো জয়ের স্বপ্নভঙ্গ হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন