Top News

ডেটিং অ্যাপে তরুণী বলেছিলেন 'ফ্ল্যাটে এসো', তারপর যা হল!

 


খাস কলকাতায় মিলল মধুচক্রের খোঁজ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। জানা গিয়েছে, সদ্য পলিটেকনিক পাশ করা এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল এক তরুণীর। সূত্রের খবর, রবিবার ওই যুবককে নিজের গল্ফগ্রীনের ফ্ল্যাটে দেখা করতে বলেন তরুণী। ফ্ল্যাটে যেতেই তাঁকে আটকে রেখে মুক্তিপণ চাওয়া হয়।

অভিযোগ, তাঁকে আটকে রেখে মারধর করা হয়েছে। এমনকি, যুবকের বাড়িতে ফোন করে ১ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। 

এরপরেই যুবকের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, অপহরণের সঙ্গে জড়িত দুই অভিযুক্ত বাইকে চেপে মুক্তিপণ নিতে এসেছিলেন। সেখানেই ফাঁদ পেতেছিল পুলিশ। ওই দুজনকে গ্রেপ্তার করে জেরা করতেই বাকিদের খোঁজও পাওয়া যায়। গল্ফগ্রীনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। উদ্ধার করা হয় অপহৃত যুবককেও। জানা গিয়েছে, ফ্ল্যাটটি ধৃতদের মধ্যেই একজনের। সোমবার ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন