Top News

লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত তৃণমূল নেতা

 


করির প্রলোভন দিয়ে ১৫ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ (Rape Case) উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী। খড়িবাড়ির (Kharibari) রানিগঞ্জ-পানিশালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মেয়ের শারীরিক গঠনের পরিবর্তনের বিষয়টি পরিবারের নজরে আসে।

নির্যাতিতার পরিবারের তরফে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। শাসক ও বিরোধী উভয়পক্ষই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

অভিযুক্ত তৃণমূল (TMC Leader) নেতার নাম জগদীশ রায়। বয়স আনুমানিক ৬২। তার বাড়ি অধিকারীর বারাসতভিটা এলাকায়। সে ভাওয়াইয়া সংগীতশিল্পী। একসময় এই নেতা সিপিএমের শিল্পী সংগঠন করত। রাজ্যে পরিবর্তনের পর সেও তৃণমূলে নাম লেখায়। পরে রানিগঞ্জ পানিশালির শিল্পী সংগঠনের অঞ্চল সভাপতির পদ পায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নেতা অধিকারী এলাকার ওই কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ। মেয়েটির বাবা পেশায় দিনমজুর। মা মূক ও বধির। তাঁদের বাড়িতে জগদীশের যাতায়াত ছিল। ছাত্রীর বাবা বৃহস্পতিবার খড়িবাড়ি থানায় অভিযোগে জানান, ভবিষ্যতে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই তৃণমূল নেতা।মাঝেমধ্যে সে কিশোরীকে সেই কথা স্মরণ করিয়ে দিত। অভিযোগ, গত মার্চে পরিবারের সকলের অনুপস্থিতিতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে প্রথমবার ধর্ষণ করে ওই নেতা। এরপরও একাধিকবার ধর্ষণের শিকার হয় দুঃস্থ ছাত্রীটি। এমনকি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত শিল্পী নেতা। চাকরির প্রলোভন ও প্রাণনাশের হুমকি- এই দুইয়ের জেরে মেয়েটি ভয়ে মুখ খোলেনি ঠিকই, কিন্তু তার শারীরিক পরিবর্তনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি সপ্তাহে মেয়েকে নিয়ে বাবা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর ধরা পড়ে কিশোরী অন্তঃসত্ত্বা। ঘটনার কথা জানাজানি হওয়ার পর তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য কিশোরীর পরিবারকে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় এদিন ছাত্রীর বাবা খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক।তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জগদীশ রানিগঞ্জ পানিশালির শিল্পী সংগঠনের অঞ্চল সভাপতির পদে রয়েছে। যদিও তৃণমূলের রানিগঞ্জ অঞ্চল-২'এর সভাপতি শিবানন্দ পণ্ডিত অবশ্য জানান, লোকসভা নির্বাচনের আগে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট বলেছেন, 'দল এরকম লোকের পাশে নেই। এসব দল কোনওভাবে বরদাস্ত করবে না। আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি।' বিজেপির কিষান মোর্চার খড়িবাড়ি ব্লক সভাপতি সঞ্জয় মণ্ডলের বক্তব্য, 'অভিযুক্ত ব্যক্তি আগেও এধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা ছাত্রীর পরিবারের পাশে আছি।' অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন