কপালে বড় কালো টিপ, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা শাড়ি, মাথায় সবসময় ঘোমটা দেওয়া। অপরূপ সুন্দরী তিনি, কম বয়সে যে রূপের জৌলুস ছিল তা দেখে বোঝা যায় এখনও। ভিক্ষাবৃত্তি করা কোনো পৌঢ়ার, এমন সাজ হতে পারে তা অনেকেই ঠাওর করতে পারেন না। এমনই এক মহিলা যদি আপনার কাছে ভিক্ষার হাত বাড়ায় আপনি কিছু দেবেন নাকি এড়িয়ে যাবেন? সম্ভবতই কেউ আন্দাজ করতে পারছেন না এমন কেউ ভিক্ষাবৃত্তির জন্য রাস্তায় দাঁড়াতে পারে। কিন্তু কলকাতার রাস্তায় দেখা গেল এমনই এক ছবি।
পার্কস্ট্রিটে পাঁচতারা হোটেলের বাইরে ভিক্ষাবৃত্তি করছেন নম্র, ভদ্র এক সুন্দরী বর্ষীয়ান অভিনেত্রী। শুনতে খটকা লাগছে? তবে এটাই সত্যি। বয়স ৭৫ এর কাছাকাছি, নাম ডলি তালুকদার। স্বভাবতই এত সুন্দরী প্রৌঢ়া কলকাতার পাঁচতারা হোটেলের বাইরে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করছেন দেখে অনেকেই অবাক হচ্ছেন। জানা গেছে, তিনি এক সময় যুক্ত ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির সাথে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন, নিজের বলতে এখন আর কেউ নেই। খাবারের কোনো শখ নেই, কেউ অল্প কিছু দিলে, সেই টাকায় পান, চা, জল খেয়েই সময় কাটান।
একটি মন্তব্য পোস্ট করুন