Top News

কবে গড়াবে দিঘার রথের চাকা, এনিয়ে জল্পনা তুঙ্গে ছিল গোটা রাজ্যবাসী



 কোলকাতা: দোরগড়ায় রথযাত্রা। দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । কবে গড়াবে দিঘার রথের চাকা, এনিয়ে জল্পনা তুঙ্গে ছিল। ঠিক এমনই সময় ট্যুইট করে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এবছর নয়, আগামী বছর থেকে দিঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা', এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। 'মন্দিরের কিছু কাজ এখনও বাকি রয়েছে', আগামী বছর থেকেই দিঘায় গড়াবে রথের চাকা, জানালেন মুখ্যমন্ত্রী।

এযাবৎকাল জগন্নাথের দর্শন পেতে বাঙালির গন্তব্য ছিল চিরাচরিত পুরী। তবে এবার রাজ্যের মধ্যেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। চার বছর আগে দিঘায় জগন্নাথ তীর্থ করার জন্য এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে তৈরি হয় রাজনৈতিক তরজা। সেইসময় বিজেপির রথযাত্রা নিয়ে শাসক ও পদ্মশিবিরের মধ্যে চলে টানাপোড়েন। মূলত সেসময় বিজেপি শিবিরের শীর্ষ নেতাদের তরফে দাবি করা হয়েছিল, এগুলি গিমিক ছাড়া আর কিছুই নয়। মূলত যা ভোট হলেই উদয় হয়। যদিও সেসব এখন অতীত।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের কিছু কাজ বাকি। তারপরেই আগামীবছর দিঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে যে জনস্বার্থ মামলা চলছিল, সেটিও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অতয়েব এবার পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির দেখে নেওয়া , শুধুই সময়ের অপেক্ষা।

Post a Comment

নবীনতর পূর্বতন