Top News

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ! আতঙ্কিত বাসিন্দারা

ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক ফিরল শহর কলকাতায়!
মঙ্গলবার সন্ধেয় খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদহের মুন্সিবাজার এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েন অন্ততপক্ষে সাতজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন তাঁরা।
গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা পুরসভার তরফে আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে নোটিস দেওয়া হয়েছিল। তারপরেও বাসিন্দারা থাকতেন বাড়িতে। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, কলকাতায় বিশেষত মধ্য কলকাতা ও উত্তর কলকাতায় এখনও বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে, যেগুলির বয়স ১০০ বছরের চেয়েও বেশি। বহু পুরনো ওই বাড়িগুলিকে ইতিমধ্যে বিপজ্জনক হিসেবে চিহ্নিতও করেছে পুরসভা। শুধু তাই নয়, ওই বিপজ্জনক বাড়িগুলিতে এখনও অনেকে বসবাস করেন।

পুরসভার বক্তব্য, এ ব্যাপারে বারংবার বলা সত্ত্বেও সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দারা সরছেন না। ফলে প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি থেকে যাচ্ছে। সম্প্রতি এ ব্যাপারে শহরের বাসিন্দাদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়ও।

Post a Comment

নবীনতর পূর্বতন