এসএসসির দুর্নীতি কাণ্ডে ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন সংক্রান্ত বিষয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েও অনুমতি মেলেনি বলে আগেই আদালতে অভিযোগ জানিয়েছিল সিবিআই। এবার এ ব্যাপারে ১১ জনের নামের তালিকাও আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের দাবি, বিচার প্রক্রিয়া শুরু করতে চেয়ে পদস্থ আধিকারিকদের কাছে আবেদন জানানো হলেও বহু ক্ষেত্রে সেই অনুমতি মেলেনি। ফলে থমকে রয়েছে তদন্ত প্রক্রিয়া।
আদালত সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্রদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য আবেদন জানিয়েও এখনও অনুমতি মেলেনি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৪ মামলাতেই অনুমতি দিয়েছেন রাজ্যপাল। একইভাবে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেও মামলার অনুমতি দিয়েছেন বিধানসভার স্পিকার।
কিন্তু বাকি অভিযুক্ত ১১জন আধিকারিকদের ক্ষেত্রে এখনও প্রশাসনিক অনুমতি মেলেনি। ফলে নিয়োগ মামলায় ১১ জনের বিচারপ্রক্রিয়া আটকে রয়েছে বলেও আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, কবে অনুমতি চেয়ে আবেদিন জানানো হয়েছিল, তার বিস্তারিত তথ্যএ এদিন আদালতে পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে চলা নিয়োগ মামলা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিল আদালত। তখনই সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনিক অনুমতি না মেলায় অভিযুক্ত ১১ জন আধিকারিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।
একটি মন্তব্য পোস্ট করুন