জানা গিয়েছে, একটি কমিটি তৈরি হবে। সেই কমিটি ফেডারেশনের যাবতীয় নিয়মনীতি পর্যালোচনা এবং সংস্কার করবে। কমিটিতে থাকবেন গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব।
বুধবার থেকেই স্বাভাবিক হচ্ছে টলিপাড়া। শুরু হতে চলেছে যাবতীয় শুটিং৷ সোমবার থেকে যাবতীয় শুটিং বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে ফেডারেশন। মঙ্গলবারই সন্ধ্যায় টেকনিশিয়ানস্ স্টুডিয়োয় পরিচালকেরা আলাদা করে বৈঠকে বসেন। তারপরেই জানিয়ে দেওয়া হয়, অচলাবস্থা কেটেছে।
সন্ধ্যা ৮টা নাগাদ শুরু হয় পরিচালকদের বৈঠক৷ সেখানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। বৈঠকের শেষে তাঁরা জানান, জট কেটেছে, বুধবার থেকে শুরু হবে শুটিং৷ পরিচালক গৌতম ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি সময় দিয়েছেন, সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের পথ বলে দিয়েছেন।"
জানা গিয়েছে, একটি কমিটি তৈরি হবে। সেই কমিটি ফেডারেশনের যাবতীয় নিয়মনীতি পর্যালোচনা এবং সংস্কার করবে। কমিটিতে থাকবেন গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়ম কার্যকর করতে হবে। এই নতুন নিয়মে ছবির বাজেট, রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা- ইত্যাদি বিষয় থাকবে। দেব বকেন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কারও অন্নসংস্থান বন্ধ করা যাবে না৷ প্রয়োজনে জরিমানা করা হতে পারে, কিন্তু নিষিদ্ধ করা যাবে না৷ প্রসেনজিৎ বলেন, "কেবল পরিচালক নয়, সমস্ত গিল্ডের আইনের ক্ষেত্রেই পুরনো নিয়ম নতুন করে সংস্কার করা হবে।"
পরিচালকরা জানিয়েছেন, ফেডারেশন কোনও পরিচালককে নিষিদ্ধ করতে পারবে না। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসাবে মানতে চায়নি ফেডারেশন। কিন্তু রাহুলই পরিচালক হিসাবে কাজ করবেন৷ এক সপ্তাহ বাদে শুরু হবে শুটিং। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন,
তাঁদের মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন। তাঁরা সেই অনুযায়ী
চলবেন৷ তবে রাহুলকে নিয়ে কিছু বলেননি তিনি। এই প্রসঙ্গে স্বরূপ জানান, বুধবার সদস্যদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দেব, প্রসেনজিৎ এবং গৌতম ঘোষ। বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। তারপরেই জট কাটে। পরিচালকদের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে আর্টিস্ট ফোরামও। মুখ্যমন্ত্রী যে কমিটি তৈরি করতে বলেছেন, তাতে ফোরামকেও অংশীদার করার দাবি জানিয়েছেন তাঁরা।
একটি মন্তব্য পোস্ট করুন