প্রবল বৃষ্টিতে মাটি ধসে কেরলে মৃত্যু হল ৮৪ জনের। সঙ্গে ভয়ানক ধসে চাপা পড়ে রয়েছে একাধিক জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যের সংখ্যা। কেরলে ৪ ঘণ্টার মধ্যে পরপর তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, কেরলে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। ঘটনায় শতাধিক লোক চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ এর দল। সঙ্গে যৌথভাবে সামিল সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীও। কিন্তু ভারী বৃষ্টির জন্য উদ্ধারকাজও মাঝেমাঝেই ব্যাহত হয়ে পড়ছে।
মঙ্গলবার, ভোর ৩টে নাগাদ ওয়ানডে একটি ধস নামে। ঠিক ১ ঘণ্টার ব্যবধানে ৪টা ১০ নাগাদ ফের আরও একটি জায়গায় ধস নামে। আহত ১৬ জনের চিকিৎসা চলছে মেপ্পাডি এলাকার একটি হাসপাতালে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন। এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী। মৃতের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। কেরলের একমাত্র বিজেপি সাংসদ, সুরেশ গোপীর সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন